Pop Singer Death: প্রয়াত হলেন বিখ্যাত পপ গায়িকা, ক্যান্সারই কেড়ে নিল প্রাণ!

Last Updated:

Pop Singer Death: একে একে ছেড়ে চলে যাচ্ছেন৷ প্রয়াত হলেন কুইন অফ রক এন রোল খ্যাত গায়িকা টিনা টার্নার৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর৷

ক্যান্সারই কেড়ে নিল প্রাণ! প্রয়াত হলেন বিখ্যাত পপ গায়িকা
ক্যান্সারই কেড়ে নিল প্রাণ! প্রয়াত হলেন বিখ্যাত পপ গায়িকা
ঘুম থেকে চোখ খুলতেই খারাপ খবর৷ গত একসপ্তাহ ধরে যেন মৃত্যুর মিছিল চলছে৷ বলি থেকে হলি, টেলিভিশন জগতের একের পর এক ব্যক্তিত্বরা একে একে ছেড়ে চলে যাচ্ছেন৷ প্রয়াত হলেন কুইন অফ রক এন রোল খ্যাত গায়িকা টিনা টার্নার৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর৷
গত বুধবার সুইৎজারল্যান্ডের জুরিখে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পপ গায়িকা৷ দীর্ঘ দিন ধরেই অন্ত্রের ক্যান্সারে ভুগছিলেন টিনা টার্নার৷ ২০১৬ সালে অন্ত্রে ক্যান্সার ধরা পড়ে৷ ২০১৭ সালে কিডনি প্রতিস্থাপন করা হয় গায়িকার৷ তারপর থেকেই দীর্ঘ দিন অসুস্থ ছিলেন গায়িকা৷ গতকালই সকলকে ছেড়ে পরলোকে পাড়ি দেন আমেরিকান বংশোদ্ভূত গায়িকা টিনা টার্নার৷
advertisement
advertisement
একের পর এক নক্ষত্রপতন৷ পপ গায়িকা টিনার দীর্ঘদিনের প্রচার কর্মকর্তা বেরনার্ড ডোহাটি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন৷ কিছুদিন আগে টিনা স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এবং কিডনির সমস্যাতেও ভুগছিলেন তিনি৷ ১৯৩৯ সালের ২৬ নভেম্বর টিনার জন্ম হয় টেনেসির নাটবুশ৷ ষাটের দশক থেকে পপ শিল্পী হিসেবে টিনার জনপ্রিয়তা বাড়তে থাকে৷ একের পর এক জনপ্রিয় গান উপহার দিতে থাকেন পপ গায়িকা৷ ১২ টিরও বেশি গ্র্যামি পুরস্কার পেয়েছেন তিনি৷ জীবনে বহু প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন টিনা৷ বিশেষত, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর জীবন একেবারেই বদলে গিয়েছিল তাঁর৷ টিনার জীবনীকে কেন্দ্র করে সিনেমাও তৈরি হয়েছিল-হোয়াটস লভ গট টু উইথ ইট৷ রক এন রোলের রানি-র প্রয়াণে শোকস্তব্ধ হলিউড ইন্ডাস্ট্রি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pop Singer Death: প্রয়াত হলেন বিখ্যাত পপ গায়িকা, ক্যান্সারই কেড়ে নিল প্রাণ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement