Death: এ যেন মৃত্যু মিছিল! হোটেলের ঘর থেকে দরজা ভেঙে উদ্ধার পরিচালকের নিথর দেহ, তারপর...

Last Updated:

Death: একের পর এক নক্ষত্রপতন৷ এবার হোটেলের ঘর থেকে মিলল পরিচালকের নিথর দেহ৷

আবারও দুঃসংবাদ! সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ একের পর এক নক্ষত্রপতন৷ এবার হোটেলের ঘর থেকে মিলল পরিচালকের নিথর দেহ৷ প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে৷ উত্তরপ্রদেশের সোনভদ্রের হোটেলে ঘটনাটি ঘটেছে৷ পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে৷
ভোজপুরী পরিচালক সুভাষচন্দ্র তিওয়ারির দেহ দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ সুভাষ মুম্বাইয়ের বাসিন্দা৷ ছবির শুটিংয়ের জন্যই সোনভদ্রে ছিলেন৷ তিনি একা নন বরং তার সঙ্গে দলের অন্যান্যরাও ছিলেন৷ হোটেল তিরুপতিতেই সকলে মিলে ছিলেন৷ তারপর বুধবারই আকস্মিক মৃত্যু হয় পরিচালকের৷ তবে কেন এভাবে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন পরিচালক তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷
advertisement
advertisement
পরিচালকের শরীরে কোনও আঘাতের ছাপ পাওয়া যায় নি৷ ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ৷ তারপরই ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ৷ মৃত্যুকালে পরিচালকের ঠিক কী হয়েছিল তা নিয়েও ধোঁয়াশা বাড়ছে৷ পুরো সপ্তাহ জুড়েই যেন মৃত্যু-মিছিল চলছে৷ দিন কয়েক আগে আদিত্য সিং রাজপুতের মৃত্যুর খবর সকলকে নাড়িয়ে দিয়েছে৷ তারপরেই বুধবার সকালেই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়৷ তার কয়েকঘন্টা পরই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াক হন জনপ্রিয় অভিনেতা নীতিশ পান্ডে৷ তারপর আবার পরিচালক সুভাষচন্দ্র তিওয়ারির মৃত্যুর খবরে শোকস্তব্ধ সকলেই৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Death: এ যেন মৃত্যু মিছিল! হোটেলের ঘর থেকে দরজা ভেঙে উদ্ধার পরিচালকের নিথর দেহ, তারপর...
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement