Death: এ যেন মৃত্যু মিছিল! হোটেলের ঘর থেকে দরজা ভেঙে উদ্ধার পরিচালকের নিথর দেহ, তারপর...

Last Updated:

Death: একের পর এক নক্ষত্রপতন৷ এবার হোটেলের ঘর থেকে মিলল পরিচালকের নিথর দেহ৷

আবারও দুঃসংবাদ! সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ একের পর এক নক্ষত্রপতন৷ এবার হোটেলের ঘর থেকে মিলল পরিচালকের নিথর দেহ৷ প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে৷ উত্তরপ্রদেশের সোনভদ্রের হোটেলে ঘটনাটি ঘটেছে৷ পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে৷
ভোজপুরী পরিচালক সুভাষচন্দ্র তিওয়ারির দেহ দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ সুভাষ মুম্বাইয়ের বাসিন্দা৷ ছবির শুটিংয়ের জন্যই সোনভদ্রে ছিলেন৷ তিনি একা নন বরং তার সঙ্গে দলের অন্যান্যরাও ছিলেন৷ হোটেল তিরুপতিতেই সকলে মিলে ছিলেন৷ তারপর বুধবারই আকস্মিক মৃত্যু হয় পরিচালকের৷ তবে কেন এভাবে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন পরিচালক তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷
advertisement
advertisement
পরিচালকের শরীরে কোনও আঘাতের ছাপ পাওয়া যায় নি৷ ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ৷ তারপরই ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ৷ মৃত্যুকালে পরিচালকের ঠিক কী হয়েছিল তা নিয়েও ধোঁয়াশা বাড়ছে৷ পুরো সপ্তাহ জুড়েই যেন মৃত্যু-মিছিল চলছে৷ দিন কয়েক আগে আদিত্য সিং রাজপুতের মৃত্যুর খবর সকলকে নাড়িয়ে দিয়েছে৷ তারপরেই বুধবার সকালেই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়৷ তার কয়েকঘন্টা পরই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াক হন জনপ্রিয় অভিনেতা নীতিশ পান্ডে৷ তারপর আবার পরিচালক সুভাষচন্দ্র তিওয়ারির মৃত্যুর খবরে শোকস্তব্ধ সকলেই৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Death: এ যেন মৃত্যু মিছিল! হোটেলের ঘর থেকে দরজা ভেঙে উদ্ধার পরিচালকের নিথর দেহ, তারপর...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement