Aditya Singh Rajput Death: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বমি, কিছুদিন ধরেই শরীর ঠিক ছিল না আদিত্যর, তারপর...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Aditya Singh Rajput Death: আদিত্যর এক বন্ধু পুলিশকে জানিয়েছে, গত কয়েকদিন ধরেই শরীর ঠিক না অভিনেতার,অ্যাসিডিটিরও সমস্যা হয়েছিল ৷
মুম্বই: মাত্র ৩২ বছর বয়সেই থেমে গেল আদিত্যর পথচলা৷ মডেল-অভিনেতা আদিত্য সিং রাজপুতের মৃত্যু নিয়ে ক্রমশ জলঘোলা শুরু হয়েছে৷ গত ২২ মে বিকেল বেলা আন্ধেরির ফ্ল্যাট থেকে অভিনেতার মরদেহ উদ্ধার হয় তাঁর বাড়ির বাথরুম থেকে৷ আদিত্যর নিরাপত্তারক্ষীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷ তারপর থেকেই শুরু হয়েছে মৃত্যুর রহস্য নিয়ে কাটাছেড়া৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদিত্যর পরিবার ও বন্ধুরা দাবি করেছে, যে তার মাথায় ও কানের চারপাশে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে৷ আরও জানা গেছে, আদিত্যর এক বন্ধু পুলিশকে জানিয়েছে, গত কয়েকদিন ধরেই শরীর ঠিক না অভিনেতার, অ্যাসিডিটিরও সমস্যা হয়েছিল ৷ শুধু তাই নয়,পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আদিত্যর পরিচারিকা জানিয়েছেন, সর্দি-কাশির সমস্যায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি৷
advertisement
advertisement
দুপুর ২ টো থেকে আড়াইটার মধ্যে আদিত্য বাথরুমে যান। তখনই তার বাড়ির পরিচারিকা একটি শব্দ শুনতে পান এবং অভিনেতাকে মেঝেতে দেখতে পান। তারপরই চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ বাথরুমেই আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন মডেল তারকা৷ আদিত্য আন্ধেরির ১১ তলার হাইরাইজে একাই থাকতেন৷ মুম্বইয়ের একজন জনপ্রিয় অভিনেতার এমন আকস্মিক মৃত্যুতে সকলেই হতবাক৷ একাধিক অভিনেতাদের সঙ্গে বহু ব্র্যান্ডের হয়েও কাজ করেছেন তিনি৷ একাধিক বিজ্ঞাপনে তো কাজ করেছেন, এছাড়াও ‘স্প্লিটসভিলা ৯’-এও অংশগ্রহণ করেছিলেন আদিত্য৷ এছাড়াও ‘কোড রেড’, ‘আওয়াজ সিজন ৯’, ‘ব্যাড বয় সিজন ৪’-এর মতো টিভি প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন৷ তার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 4:07 PM IST