Noble: অবশেষে জামিনে ছাড়া পেলেন নোবেল, দিতে হল নগদ ১০ হাজার টাকা, বেরিয়েই যা বললেন...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Noble: অবশেষে সোমবার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন নোবেল।এদিন পুলিশি হেফাজত থেকে বেরিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন গায়ক৷
বিতর্কের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নোবেল। প্রতিদিনই নতুন নতুন বিতর্কে নাম জড়িয়েছে গায়কের৷ বাংলাদেশের গায়ক নোবেলকে নিয়ে তর্জার শেষ নেই৷ প্রতিদিনই নতুন নতুন বিতর্কে নাম জড়িয়েছে গায়কের৷ গত শনিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে আটক হয়েছিলেন গায়ক নোবেল৷ বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রতারণার মামলায় ডিবির হেফাজতে ছিলেন নোবেল৷ অবশেষে সোমবার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন গায়ক।
বাংলাদেশের বিতর্কিত গায়ক নোবেলকে নিয়ে চর্চা বাড়ছে ছাড়া কমছে না। এদিন পুলিশি হেফাজত থেকে বেরিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন গায়ক৷ তিনি বলেন, শরীয়তপুর এবং লালমনিরহাটের অনুষ্ঠানকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল৷ তবে আমি কথা দিচ্ছি, শরীয়তপুরের ভেদরগঞ্জ ও উত্তরবঙ্গে গিয়ে আবারও অনুষ্ঠান করে আসব৷ যা হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী৷ সম্প্রতি এক অনুষ্ঠানের জন্য ১ লক্ষ ৭২ হাজার টাকা অ্যাডভান্স নিয়েছিলেন নোবেল৷ কিন্তু টাকা নিয়েও নির্দিষ্ট দিনে হাজির হননি তিনি৷ এই কারণেই গত শুক্রবার মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল গায়কের নামে৷
advertisement
advertisement
আরও পড়ুন-৩২-এ সব শেষ!ড্রাগের ওভারডোজই কি কেড়ে নিল প্রাণ? আদিত্যর মৃত্যুতে ধোঁয়াশা, শেষ পোস্টে যা মিলল…
গায়ককে গ্রেফতারের পরই তার স্ত্রী সালসাবিলকে ডাকা হয় ডিবি কার্যালয়ে৷ সেখানেই সকলের সামনে বিস্ফোরক তথ্য ফাঁস করেন সালসাবিল৷ তিনি বলেন, নোবেল মাদকাসক্ত হয়ে পড়েছে৷ এর পিছনে অনেকেই দায়ী৷ এতদিনে কারোর নাম না নিলেও এবার অনেক কিছুই ফাঁস করে দিয়েছেন তিনি৷ সালসাবিল বলেন, নোবেল যে বড়সড় মাদকচক্রের ফাঁদে পড়েছেন সেখানে একজন বিমানসেবিকা রয়েছে৷ তিনি নিয়মিত নোবেলকে বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করতেন৷ তবে কারোর নাম তিনি নেননি৷ এর আগেও একাধিকবার রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম নিয়েছেন নোবেলের স্ত্রী৷ দিনকয়েক আগেই এক সাক্ষাৎকারে সালসাবেল দাবি করলেন, প্রতিদিন নোবেলের মাদক লাগে প্রায় ৪ লাখ টাকার ৷ যা শুনে চোখ কপালে উঠেছে ভক্তদের৷ কোথা থেকে এত টাকা পান, তা নিয়ে চর্চা শুরু হয়েছে৷ এবার ধীরে ধীরে তাদের নামও যে প্রকাশ্যে আসবে তা অনেকেই অনুমান করছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 12:27 PM IST