কিন্তু এই শনি ও রবিবারের ‘ডান্স বাংলা ডান্স’-এ বসে ছিল চাঁদের হাট। ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের প্রতিযোগীদের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছিল। সব মিলিয়ে জমজমাট এই শো আবার টিআরপি তালিকায় প্রথম স্থানে নিজের জায়গা করে নিল। সঙ্গে সঙ্গে নম্বর বাড়ল বেশ কিছুটা। গত সপ্তাহে ৫.০ নম্বর বেড়ে এই সপ্তাহে হল ৫.৩ নম্বর।
advertisement
আরও পড়ুন: রিয়্যালিটি শোয়ের মাঠে খেল দেখালেন রচনা! বাকিরা কে কোথায় জেনে নিন
অন্যদিকে, রবিবারের টিআরপির নিরিখে ‘দিদি নম্বর ১’ প্রথম স্থান থেকে নেমে এল দ্বিতিয় স্থানে। সঙ্গে নম্বর এক ধাক্কায় অনেকটা কমল। গত সপ্তাহে এনেছিল ৫.৩। আর এই সপ্তাহে ৫.০। সোম-শনির টিআরপি অনুযায়ী রচনার ঝুলিতে ২.৫, যা আগের সপ্তাহে ছিল ২.৩।
আরও পড়ুন: রচনা, যিশু, মিঠুন কার মাথায় উঠল সেরার মুকুট? রিয়্যালিটি শো-র দৌড়ে চমক দেওয়া ফল
তবে সুপার সিঙ্গার পিছিয়েই রইল। মোনালি ঠাকুর, শান, রূপম ইসলামের পাশাপাশি যিশু সেনগুপ্তের মতো সঞ্চালক। সঙ্গে মাদারস ডে নিয়ে বিশেষ চমক থাকা সত্ত্বেও টিআরপি তালিকায় সেরার লড়াইয়ে টক্কর দিতে পারানি ‘সুপার সিঙ্গার’। তবে এই সপ্তাহে নম্বর কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ৩.৫ থেকে নম্বর বেড়ে হয়েছে ৩.৮।