টিআরপির নিরিখে আগের সপ্তাহে ‘দাদাগিরি’র নম্বরে সামান্যই হেরফের হয়েছে, কিন্তু তাতেও সেরা হতে পারল না এই রিয়্যালিটি শো। আগের সপ্তাহে পেয়েছিল ৫.২ নম্বর, এই সপ্তাহে তা হয়েছে ৫.৪। আগের সপ্তাহে ‘দিদি নম্বর ১’ যা নম্বর পেয়েছিল এবার তার থেকে এক ধাক্কায় বিরাট নম্বর বেড়েছে।
আরও পড়ুন: অনুরাগের ছোঁয়া কি জায়গা পেল সেরা পাঁচে? শেষ হাসি হাসল কে? টিআরপিতে বিরাট রদবদল
advertisement
তবে শুধু রবিবারের নিরিখেই ‘দিদি নম্বর ১’-এর নম্বর বাড়েনি। সোম থেকে শুক্রের নিরিখেও বেড়েছে ‘দিদি নম্বর ১’-এর নম্বর। তবে রবিবারের মতো চোখে পড়ার মতো নম্বর বাড়েনি। মাত্র ০.১ বেড়েছে। আগের সপ্তাহে সোম থেকে শুক্রের নিরিখে রিয়্যালিটি শোয়ের ঝুলিতে ছিল ৩.৮, অন্যদিকে এই সপ্তাহে পেয়েছে ৩.৯।
আরও পড়ুন: রচনার সঙ্গে মহারাজের জোর টক্কর! কে করলেন বাজিমাত? দেখুন
তবে ‘ঘরে ঘরে জি বাংলা’ সব থেকে পিছিয়ে। আগের সপ্তাহে সঙ্গে এই সপ্তাহে নম্বরে কিছুই পরিবর্তন ঘটেনি। আগের সপ্তাহে এই রিয়্যালিটি শোয়ের ঝুলিতে ছিল ১.৫ এই সপ্তাহেও তাই।
গত কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় বিরাট অদলবদল হয়েছে। বেঙ্গল টপার মেগা ‘অনুরাগের ছোঁয়া’ হারিয়েছে তার জায়গা, শুধু তাই নয়, সেরা পাঁচেও করতে পারেনি জায়গা। টপারের স্থানে নিজের জায়গা ধরে রাখল ‘জগদ্ধাত্রী’। ৮.৫ পেয়ে আবার সেরার সেরা এই মেগা। দ্বিতীয় স্থান ‘ফুলকি’, ঝুলিতে ৮.০ নম্বর। মাত্র .১ নম্বর কম পেয়ে জন্য দ্বিতীয় স্থান হাতছাড়া হল পর্ণা আর সৃজনের। তৃতীয় স্থানে ‘নিম ফুলের মধু’।