একদিকে প্রেম ভেঙে চুরমার, অন্যদিকে নিজের সন্তানকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন সায়ন্ত৷ সম্প্রতি নিজের সোশ্যাল মন ভাঙার যন্ত্রণায় একটি পোস্ট করেছেন অভিনেতা, যা নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
আরও পড়ুন- আত্মঘাতী প্রেমিকা! হেনস্থা ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার ‘পুষ্পা’-খ্যাত অভিনেতা, কে তিনি?
আরও পড়ুন- দুঃসংবাদ! ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকস্তব্ধ বিনোদন জগত
advertisement
গতকাল অর্থাৎ ৮ ডিসেম্বর দিনটি ছিল সায়ন্তর জীবনের সবচেয়ে কষ্টের দিন৷ কারণ এই দিনই তাঁর সবচেয়ে কাছের মানুষ ছেড়ে চলে যায় অভিনেতাকে৷ সেই শোক কাটিয়ে এখনও উঠতে পারছেন না অভিনেতা৷ ভাঙা মন নিয়ে অভিনেতা লেখেন- ৮ ডিসেম্বর, আজ থেকে ঠিক তিন বছর আগে আমি আমার ছেলেকে হারাই৷ আর ভুল চিকিৎসার জন্যই এমনটা হয়েছিল৷ তখন ওর বয়স ছিল মাত্র ১ বছর ৭ মাস৷ কেটে গেল তিনটে বছর৷ তবে প্রতিটা দিন আমি ওর অনুপস্থিতিটা অনুভব করি৷ এখনও বিশ্বাস করতে পারি না ও আর নেই৷ প্রত্যেকেই নিজের পোষ্যকে সন্তানের মতো ভালবাসে ও আগলে রাখে৷ ওর সঙ্গে আমার একটা অন্যরকম যোগ ছিল৷
সম্প্রতি একজন জানতে চেয়েছিল আমি কোনওদিন কোন সিক্রেট কারোর সামনে আনতে চাই না? আমি বলেছিলাম আমার মৃত ছেলেকে কবর দেওয়ার আগে একটা কথা বলেছিলাম, সেটা আমি কাউকে কখনওই বলব না৷ আমি মনের কষ্ট আমি হাসি দিয়ে লুকিয়ে রাখব৷ বাবাই তোমাকে খুব মিস করে বেবো৷ রেনবো ব্রিজে কবে দেখা হবে তোমার সঙ্গে, সেই দিনটার অপেক্ষা করছি৷ সন্তান তুল্য পোষ্যকে হারিয়ে ঠিক কতটা শোকে পাথর অভিনেতা, তা পুরোপুরি স্পষ্ট৷ অনুরাগীরা সকলেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন৷