TRENDING:

Basant Panchami Songs: বসন্ত এসে গেছে! বলিউডের প্রেম ও বসন্তের চিরকালীন গানে মেতে উঠুন উৎসবে

Last Updated:

Bollywood Romantic Songs: প্রেম-রঙ-উৎসব কোনটাই ভারতীয় সংস্কৃতিতে গান ছাড়া তো সম্ভব নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজ, শনিবার বসন্ত পঞ্চমী পালিত হচ্ছে দেশ জুড়ে। ভারতে বসন্ত ঋতুর সূচনার প্রতীক এই উৎসব। বসন্ত প্রেমের ঋতু, রঙের ঋতু। প্রেম-রঙ-উৎসব কোনটাই ভারতীয় সংস্কৃতিতে গান (Basant Panchami Songs) ছাড়া তো সম্ভব নয়। ভারতীয় চলচ্চিত্রে বসন্তের গান মানেই মেজাজে বসন্তকে অনুভব করা। দেখে নিন বলিউডের বসন্তের (Basant Panchami Songs) কিছু গান:
advertisement

বাটারফ্লাই (BUTTERFLY)

শাহরুখ খান এবং অনুষ্কা শর্মার উচ্ছ্বল হাসি আর ভরপুর রোম্যান্সের প্রেম আর ঋতুকে এক সুতোয় বেঁধেছে পঞ্জাবের মাটিতে। ২০১৭ সালের সিনেমা ‘জব হ্যারি মেট সেজাল’ (Jab Harry Met Sejal)-এর এই গানটি গেয়েছেন সুনিধি চৌহান, দেব নেগি, নুরান সিস্টারস এবং আমন ত্রিখা। প্রীতমের সুরে গানটির কথা লিখেছেন ইরশাদ কামিল।

advertisement

আরও পড়ুন- কেবল হিন্দিতেই ১০০ কোটির ব্যবসা! বক্স অফিসে পুষ্পার আয় তাক লাগাচ্ছে সকলকে

সাঁওলে সালোনে আয়ে দিন বাহার কে (SAANWLE SALONE AAYE DIN BAHAAR KE)

সাদা কালো হোক, গানের মেজাজে রঙিন হয়ে উঠবে আপনার চারপাশ। ১৯৬৫ সালের চলচ্চিত্র ‘এক হি রাস্তা’ (Ek Hi Raasta)-র এই গানটিতে দেখা গিয়েছে অভিনেতা সুনীল দত্ত এবং মীনা কুমারীকে। মন ভালো করে দেওয়া এই চিরসবুজ গানে পিকনিকের আনন্দ পাবেন, গ্রামের রাস্তায় সাইকেল চালাতে চালাতে আপনার নস্টালজিয়া (Basant Panchami Songs) জেগে উঠবেই। গানটির কথা লিখেছেন মাজরুহ সুলতানপুরী।

advertisement

অ্যায়সা দেশ হ্যায় মেরা (AISA DES HAI MERA)

বলিউডে বসন্তের গান বলতে যে গানের নাম মনে আসে তার তালিকায় সম্ভবত একেবারে প্রথম দিকেই রইবে এই গানটি। Veer Zaara সিনেমার এই গানে শাহরুখ বসন্তকে যেন বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছেন। প্রীতি জিন্টার সঙ্গে পঞ্জাবের মাঠে শাহরুখের হুটোপুটি প্রেম আর বসন্তকে মিলিয়ে মিশিয়ে দিয়েছে। লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ, গুরুদাস মান এবং পৃথা মজুমদারের গাওয়াএই গানটির সঙ্গীত রচনা করেছিলেন প্রয়াত মদন মোহন।

advertisement

আরও পড়ুন- অবশেষে বিয়ের পিঁড়িতে অভিনেতা বিক্রান্ত মাসসি! জানেন পাত্রী কে?

ইয়ে মৌসম কা জাদু হ্যায় মিতওয়া (YE MAUSAM KA JAADU HAI MITWA)

বসন্তের সঙ্গে প্রেমের কী সম্পর্ক? জানতে হলে শুনুন এবং দেখুন ‘হাম আপকে হ্যায় কউন’ (Hum Aapke Hain Koun) সিনেমার এই গান। সলমান খান এবং মাধুরী দীক্ষিত জুটির অন্যতম সুপারহিট এই সিনেমার ততোধিক সুপারহিট এই গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং এস.পি. বালাসুব্রহ্মণ্যম। ১৯৯৪ সালের এই গানটি আজও বসন্তের হাওয়ার মতোই সতেজ, উজ্জ্বল।

advertisement

ইশক হি হ্যায় রব (ISHQ HI HAI RAB)

২০০৯ সালের সিনেমা ‘দিল বোলে হাড়িপ্পা’র এই গানটি বসন্তের তো বটেই, রোম্যান্সে উপভোগ করারও গান। শাহিদ কাপুর এবং রানি মুখার্জি অভিনীত এই সিনেমার (Dil Bole Hadippa) গানটিতে বসন্তের আমেজকে উপভোগ করতে পারবেন চুটিয়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আপনার প্রিয় বসন্তের গান কোনটি?

বাংলা খবর/ খবর/বিনোদন/
Basant Panchami Songs: বসন্ত এসে গেছে! বলিউডের প্রেম ও বসন্তের চিরকালীন গানে মেতে উঠুন উৎসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল