Vikrant Massey Sheetal Thakur Wedding: বান্ধবী শীতল ঠাকুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিক্রান্ত মাসসি, কিন্তু কবে?

Last Updated:

Vikrant Massey Wedding: বিক্রান্ত এবং শীতল ঠাকুরকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছে একবারই, একসঙ্গে তাঁরা অভিনয় করেছিলেন ‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজে।

বিক্রান্ত-শীতলের এক কাছের বন্ধু জানান ভ্যালেন্টাইনস ডে-র দিন তাঁদের ভরসোভার বাড়িতেই রেজিস্ট্রি সারেন কপোত-কপোতি
বিক্রান্ত-শীতলের এক কাছের বন্ধু জানান ভ্যালেন্টাইনস ডে-র দিন তাঁদের ভরসোভার বাড়িতেই রেজিস্ট্রি সারেন কপোত-কপোতি
#মুম্বই: বলিউডে এবার ধুম লেগেছে বিয়ের! একের পর এক তারকাদের বিয়ের খবর শোনা যাচ্ছে। ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল ডিসেম্বরেই গাঁটছড়া বেঁধেছেন এবং সম্প্রতিই শিবানী দান্দেকারের সঙ্গে ছেলে ফারহান আখতারের বিয়ের খবর নিশ্চিত করেছেন জাভেদ আখতার। তিনি জানিয়েছেন আগামী ২১ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা। অভিনেত্রী করিশমা তান্নাও বিয়ের পিঁড়িতে বসতেই চলেছেন। শুরুও হয়ে গিয়েছে প্রাক বিবাহ উত্সব। প্রেমিক বরুণ বাঙ্গেরার সঙ্গে গায়ে হলুদের অনুষ্ঠানের ছবিও পোস্ট করেছেন করিশমা। সূত্রের খবর, অভিনেতা বিক্রান্ত মাসসির (Vikrant Massey Sheetal Thakur Wedding) বিয়েও আর বেশি দেরি নেই। বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা বিক্রান্ত (Vikrant Massey) এই বছরের শেষের দিকেই বাগদত্তা শীতল ঠাকুরের (Sheetal Thakur) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন।
ইকোনমিক টাইমসের খবর অনুসারে, বিক্রান্ত মাসসির বিয়ের (Vikrant Massey Sheetal Thakur Wedding) ঠিক ছিল গতবছরই। কিন্তু COVID-19 মহামারীর কারণে বিয়ের পরিকল্পনা স্থগিত করা হয়ে। “বিক্রান্তের শ্যুটিং শেষ হলেই, এই বছরই বিয়ে করবেন তিনি,” জানিয়েছে বিক্রান্তের ঘনিষ্ঠ এক সূত্র। যদিও বিক্রান্তের তরফে এখনও এই আনন্দের খবরের (Vikrant Massey Sheetal Thakur Wedding) কোনও আভাস মেলেনি।
advertisement
advertisement
বম্বে টাইমসের একটি সাক্ষাত্কারে, ছপাক অভিনেতা বিক্রান্ত জানিয়েছিলেন, “লকডাউন না হলে এতদিনে আমার বিয়ে হয়েই যেত। এটা এমন একটা বিষয় যার জন্য পিছিয়ে দিতেই হয়েছে। ২০২০ সালেই শীতলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল আমার।”
advertisement
বিক্রান্ত মাসসিকে কৃতী খারবান্দা এবং গওহর খানের সঙ্গে ১৪ ফেরে সিনেমায় শেষ দেখা গিয়েছে। ২০১৯ সালে একটি ঘরোয়া অনুষ্ঠানে তাঁর দীর্ঘদিনের বান্ধবী শীতল ঠাকুরের সঙ্গে বাগদান সম্পন্ন হয় বিক্রান্তের। বিক্রান্ত এবং শীতল ঠাকুরকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছে একবারই, একসঙ্গে তাঁরা অভিনয় করেছিলেন ‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজে।
৩৪ বছর বয়সী বিক্রান্তকে আগামীতে প্রাচী দেশাই এবং রাধিকা আপ্তের সঙ্গে ফরেনসিক সিনেমায় দেখা যাবে। এছাড়াও সারা আলি খানের সঙ্গে গ্যাসলাইট চলচ্চিত্রেও দেখা যাবে বিক্রান্তকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vikrant Massey Sheetal Thakur Wedding: বান্ধবী শীতল ঠাকুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিক্রান্ত মাসসি, কিন্তু কবে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement