Jaya Bachchan tested Covid-19 positive: শাবানার পর এবার করোনায় আক্রান্ত জয়া বচ্চন! রকি অউর রানি কি প্রেম কাহানির শ্যুটিং বন্ধ করলেন করণ জোহর
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Corona Virus Update: কোভিড-১৯ সংক্রমণ ঘটায় রকি অউর রানি কি প্রেম কাহানি-র (Rocky Aur Rani Ki Prem Kahani) শ্যুটিং বন্ধ করে দিয়েছেন পরিচালক-প্রযোজক করণ জোহর (Karan Johar)।
#মুম্বই: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan tested Covid-19 positive)! কোভিড-১৯ সংক্রমণ ঘটায় রকি অউর রানি কি প্রেম কাহানি-র (Rocky Aur Rani Ki Prem Kahani) শ্যুটিং বন্ধ করে দিয়েছেন পরিচালক-প্রযোজক করণ জোহর (Karan Johar)। এই সিনেমার অন্য অভিনেত্রী শাবানা আজমিও (Shabana Azmi) করোনায় আক্রান্ত হয়েছেন কয়েকদিন আগেই। রকি অউর রানি কি প্রেম কাহানি তে একাধিক তারকা রয়েছেন, শাবানা আজমি এবং জয়া বচ্চন প্রধান ভূমিকায় অভিনয় করছেন এই সিনেমায়।
শাবানা আজমি এবং জয়া বচ্চনের করোনা সংক্রমণ (Jaya Bachchan tested Covid-19 positive) ঘটার পরে বাকি অভিনেতা ও অন্যান্য সদস্যদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত শ্যুটিং বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন করণ জোহর।
advertisement
রকি অউর রানি কি প্রেম কাহানির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ২ ফেব্রুয়ারি থেকে। ১৪ ফেব্রুয়ারি শ্যুটিং শেষও হয়ে যাওয়ার কথা ছিল (Jaya Bachchan tested Covid-19 positive)। কিন্তু পয়লা ফেব্রুয়ারিই করোনায় আক্রান্ত হন শাবানা আজমি:
advertisement
advertisement
নিজের ইনস্টাগ্রামে বর্ষীয়ান এই অভিনেত্রী জানিয়েছিলেন কোভিড-১৯ পজিটিভ তিনি এবং নিজের ঘরেই আইসোলেশনে রয়েছেন। তাঁর সংস্পর্শে আসা অন্যদেরও করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি
গত বছরই এই সিনেমার কথা ঘোষণা করেছিলেন করণ জোহর।
রকি অউর রানি কি প্রেম কাহানির (Rocky Aur Rani Ki Prem Kahani) কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল গতবছরের ৬ জুলাই, রণবীর সিংয়ের জন্মদিনে। ৫ বছরের বিরতির পর প্রযোজক করণ জোহর আবার ফিরছেন পরিচালনায়। পরিচালক হিসেবে করণের শেষ সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল (Ae Dil Hai Mushkil)।
advertisement
চলচ্চিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, রণবীর সিং এবং আলিয়া ভাট। ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই চলচ্চিত্র।
ধরমা প্রোডাকশন এবং ভায়াকম ১৮ স্টুডিও এই সিনেমাটির প্রযোজনায় সহযোগিতা করেছে। এই চলচ্চিত্রে একজন মধ্যবিত্ত মেয়ের চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট আর রণবীর সিংকে দেখা যাবে বিত্তবান পরিবারের ছেলের চরিত্রে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2022 2:45 PM IST