শোকের সাগরে এখনও ডুবে আছেন চেলে বাপ্পা লাহিড়ি ও মেয়ে রেমা লাহিড়ি ৷ সম্প্রতি বাপ্পা লাহিড়ি বাবার শেষদিনের কথা স্মরণ করে জানিয়েছেন পরিবারের সবাই কতখানি তাঁর বাবা বাপ্পি লাহিড়িকে মিস করছেন ৷ বাবার প্রয়াণের পরে বাপ্পা লাহিড়ি ইটাইমসকে জানিয়েছেন আজও তাঁর কানে বাবার আওয়াজ শুনতে পারছেন ৷ বাবা যেন ডাকছে তাঁকে ৷ কোনও ভাবেই যেন ব্যাখ্যা করা সম্ভব নয় বাপ্পি লাহিড়ির প্রয়াণ ৷
advertisement
বলিউডে সঙ্গীতের একটি নতুন ট্রেন্ড সেট করেছিলেন প্রয়াত এই কিংবদন্তি তারকা ৷ বাপ্পা আরও জানিয়েছেন বাপ্পি লাহিড়ি একজন ধার্মিক মানুষ তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন ৷ নানা রকমের পুজোপাঠে অংশ নিতে করতেন উপবাসও ৷ বাপ্পি লাহিড়ির সুরের জাদুদে প্রতিটি বর্গের মানুষ একে অপরের সঙ্গে সর্বত্রই সংযুক্ত থাকত ৷ বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri Demise) প্রয়াণের আগের একমাস হাসপাতালে ভর্তি ছিলেন ৷ ১৪ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন আর ১৫ ফেব্রুয়ারি হঠাৎ শরীর খারাপ হয় তার পরেই সব শেষ ৷
আরও পড়ুন: Hrithik Roshan|Saba Azad: এতদিন ডেট করার পরে অবশেষে! হৃতিকের ফের বিয়ের ফুল ফুটল, পাত্রী কে . . .?
লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar Demise) পরে সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee Demise) তারপরে বাপ্পি লাহিড়ির প্রয়াণ স্বাভাবিক ভাবেই গভীর শোকের পরিবেশের সৃষ্টি করেছে ৷ কিন্তু এখন ভারতীয়রা বুঝে উঠতে পারছেন না কীভাবে এই শূন্যস্থান পূরণ হবে?