TRENDING:

Bappi Lahiri-র প্রয়াণের পরে ছেলে Bappa Lahiri বাবা সম্পর্কে দিলেন এই বড় বয়ান

Last Updated:

Bollywood: বাপ্পি লাহিড়ি ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে এক বিরলতম প্রতিভা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি প্রয়াত (Disco KIng Bappi Lahiri died) ৷ ১৫ তারিখ জীবনাবসান হয়েছে বলিউডের এই কিংবদন্তির ৷ হঠাৎ করে তাঁর প্রয়াণে ৷ পরিবার তৎসহ বলিউড জুড়ে নেমেছে শোকের ছায়া ৷ তবে শুধুই বলিউডেই নয় সারা বিশ্বজুড়ে যেখানে যেখানে সঙ্গীতের আবহ আছে সেখানেই বাপ্পি লাহিড়িকে সবাই শ্রদ্ধা জানাচ্ছেন ৷ সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বুঝতে পারা যায় যে বাপ্পি লাহিড়িকে (Bappi Lahiri) কত মানুষ মিস করছেন ৷
বাপ্পি লাহিড়ি ৷ ফাইল ছবি ৷
বাপ্পি লাহিড়ি ৷ ফাইল ছবি ৷
advertisement

আরও পড়ুন:  Salman Khan Property: না বিয়ে করেছেন, না আছে সন্তান! সলমন খানের ২৩০০ কোটি টাকার সম্পত্তি পাবেন কে? প্রকাশ্যে সেই নাম

 

শোকের সাগরে এখনও ডুবে আছেন চেলে বাপ্পা লাহিড়ি ও মেয়ে রেমা লাহিড়ি ৷ সম্প্রতি বাপ্পা লাহিড়ি বাবার শেষদিনের কথা স্মরণ করে জানিয়েছেন পরিবারের সবাই কতখানি তাঁর বাবা বাপ্পি লাহিড়িকে মিস করছেন ৷ বাবার প্রয়াণের পরে বাপ্পা লাহিড়ি ইটাইমসকে জানিয়েছেন আজও তাঁর কানে বাবার আওয়াজ শুনতে পারছেন ৷ বাবা যেন ডাকছে তাঁকে ৷ কোনও ভাবেই যেন ব্যাখ্যা করা সম্ভব নয় বাপ্পি লাহিড়ির প্রয়াণ ৷

advertisement

আরও পড়ুন: Hrithik Roshan | Saba Azad : গত তিন মাস ধরে গোপনে সম্পর্ক রাখছেন হৃতিক-সাবা! প্রথম দেখা কোথায়, ফাঁস প্রেমের গল্প

বলিউডে সঙ্গীতের একটি নতুন ট্রেন্ড সেট করেছিলেন প্রয়াত এই কিংবদন্তি তারকা ৷ বাপ্পা আরও জানিয়েছেন বাপ্পি লাহিড়ি একজন ধার্মিক মানুষ তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন ৷ নানা রকমের পুজোপাঠে অংশ নিতে করতেন উপবাসও ৷ বাপ্পি লাহিড়ির সুরের জাদুদে প্রতিটি বর্গের মানুষ একে অপরের সঙ্গে সর্বত্রই সংযুক্ত থাকত ৷ বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri Demise) প্রয়াণের আগের একমাস হাসপাতালে ভর্তি ছিলেন ৷ ১৪ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন আর ১৫ ফেব্রুয়ারি হঠাৎ শরীর খারাপ হয় তার পরেই সব শেষ ৷

advertisement

আরও পড়ুন: Hrithik Roshan|Saba Azad: এতদিন ডেট করার পরে অবশেষে! হৃতিকের ফের বিয়ের ফুল ফুটল, পাত্রী কে . . .?

 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar Demise) পরে সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee Demise) তারপরে বাপ্পি লাহিড়ির প্রয়াণ স্বাভাবিক ভাবেই গভীর শোকের পরিবেশের সৃষ্টি করেছে ৷ কিন্তু এখন ভারতীয়রা বুঝে উঠতে পারছেন না কীভাবে এই শূন্যস্থান পূরণ হবে?

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri-র প্রয়াণের পরে ছেলে Bappa Lahiri বাবা সম্পর্কে দিলেন এই বড় বয়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল