বাপ্পি লাহিড়ীর শেষ ইনস্টাগ্রাম পোস্টেও সোনার উল্লেখ করেছিলেন তিনি। নিজের একটি পুরনো ছবি শেয়ার করে লিখেছেন, ‘ওল্ড অলওয়েজ গোল্ড।’ এমনকি সেই পুরোনো ছবিতেও তাকে অলঙ্কারে ভরা অবস্থায় দেখা গিয়েছে। বাপ্পি লাহিড়ীর পরনে সানগ্লাস ও গলায় সোনার চেন, হাতে সোনার বালা। গানের পাশাপাশি সোনা-রুপো আর গয়না জমানোর শখের জন্য তিনি রীতিমতো চর্চায় ছিলেন। তিনি এতটাই সোনা-গয়না পছন্দ করতেন যে বাপ্পি লাহিড়ী ও স্ত্রী-সহ তাঁর কাছে ১ কোটি টাকার গয়না ছিল বলে জানা যায়।
advertisement
আরও পড়ুন: ‘সেই দিনটা…’, অনুপমের প্রাক্তন স্ত্রী আজ থেকে পরমের ঘরণী! প্রেমের শুরুটা লুকিয়ে ‘সেই’ দিনে
কারনলেজে-২০২১ -র হিসাব অনুযায়ী বাপ্পি লাহিড়ীর মোট সম্পত্তির পরিমাণ ৩ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২ কোটি টাকার সমান। বাপ্পি লাহিড়ীর মাসিক আয় ২০ লক্ষ টাকা এবং বাৎসরিক আয় ২ কোটি টাকারও বেশি ছিল বলে খবর। সময়ের সঙ্গে সঙ্গে শুধু আরও গয়না যোগ হয়েছে। আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা বারবার আসে যে, কেন বাপ্পি লাহিড়ী সবসময় এত সোনার গয়না পরে থাকতেন? সোনার গয়নায় আমরা তাঁকে দেখে অভ্যস্ত। সেটাই যেন তাঁর অন্যতম পরিচয় হয়ে যায়।
আরও পড়ুন: রোজ একটা করে ডিম খেলে স্বাস্থ্যের এই উপকারগুলি হবেই, জানুন
কিন্তু কী কারণে এত গয়না পরতেন তিনি? ৬৯ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানানো গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী নিজেই এক সাক্ষাৎকারে এর কারণ জানিয়েছেন। মিউজিক ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে, বাপ্পি লাহিড়ীকে গয়নার প্রতি তাঁর আবেগ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এই বিষয়ে, গায়ক খুব সহজভাবে তাঁর উত্তর দিয়েছিলেন। একের পর এক কারণ বলতে থাকেন। তিনি কেন তাঁর গয়না এত ভালবাসেন, সেই কথাও বলেন। তবে তিনি “সোনা আমার ঈশ্বর” বলে তাঁর উত্তর শুরু করেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F