মঙ্গলবার ফেসবুকে একটি ইঙ্গিতবাহী পোস্ট দেন নোবেল। তিনি লেখেন, 'জীবনের অপ্রত্যাশিত সব কিছুই ঘটেছে। হৃদয় ভেঙেছে। মদ এবং মাদকে আসক্ত হয়েছি। আমার মাথায় ৭০টি স্টিচ আছে। আমার প্রাক্তন স্ত্রী তাতে খুশি হয়েছে। আমার কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছে। শুধু মৃত্যুটাই বাকি আছে'
advertisement
এখানেই থামেননি গায়ক। মৃত্যুকে উদ্দেশ্য করে লেখেন, 'এ বার তুমিও আসতে পারো, প্রিয়। তোমায় আপন করে নিতে প্রস্তুত।'
আরও পড়ুন: অবশেষে সন্তানের মুখ দেখালেন বিপাশা বসু, কার মতো দেখতে দেবীকে? চমকে যাবেন দেখলে!
আরও পড়ুন: ৬০ বছরের পুরনো বেনারসি শাড়ি 'কেটেছেঁটে' সেটাই পরে আম্বানিদের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা! কী কাণ্ড দেখুন
নোবেলের এই পোস্টটিকে ইঙ্গিতবাহী বলে মনে করছেন অনেকেই। গায়কের পোস্টের কমেন্ট বক্সে তাঁকে সহানুভূতি জানিয়েছেন অনুরাগীরা। আবার কেউ কেউ তাঁকে খোঁচা দিয়ে বলেন, নিজের ভুলেই সব হারিয়েছেন গায়ক। নেটিজেনদের একাংশ আবার দুঃসময় কাটিয়ে নোবেলেকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে।
'সারেগামাপা'-র হাত ধরে প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন নোবেল। গান গেয়েছেন ছবিতেও। একদিকে যেমন সাফল্য পেয়েছিলেন, অন্য দিকে তাঁকে ঘিরে ধরেছে বিতর্ক। আইনি জটিলতারও সম্মুখীন হয়েছেন গায়ক। কিন্তু মৃত্যু নিয়ে তাঁর এই পোস্ট কিসের ইঙ্গিত? উঠছে প্রশ্ন।