কী ঘটেছিল?
বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাস আর বাংলাদেশের নায়ক নিরব হোসেনের একটি নাচের অনুষ্ঠান ছিল ওপার বাংলার মুন্সিগঞ্জে। নায়ক-নায়িকার নাচ দেখতে হাজির হয়েছিলেন কত শত দর্শক। মঞ্চে নাচ চলতে চলতেই হঠাৎ একটি অস্বস্তিকর ঘটনা ঘটে যায়। নিরবের কোলে ওঠার স্টেপ করার সময়ে টাল সামলাতে না পেরে কোল থেকে পড়ে যান তিনি। অপ্রস্তুত হয়ে পড়েন দু’জনেই।
advertisement
আরও পড়ুন: বাঁ-হাতিরা এগিয়ে সব জায়গায়! সন্তানকে জোর করে ডান-হাতি করাচ্ছেন? সাবধান
আরও পড়ুন: কারও পিএ-কে সিঁড়ি বানাইনি, দুর্নিবারকে কটাক্ষ তাঁরই সহকর্মীর? নিজের বিয়ে ভাঙা নিয়েও সরব গায়ক!
এই ঘটনার পরেই অপু দর্শকদের অনুরোধ করেন, তাঁরা যেন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করেন কেউ। তাঁরা যেন অপুকে নিজেদের বোন হিসেবে দেখেন এবং তাঁর অনুরোধ রাখেন। কিন্তু অপুর কথা কেউ শোনেননি। ঠিক শেয়ার হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়ে গিয়েছে হাসাহাসি। অপুর ওজন নিয়েও ঠাট্টা শুরু করেন নেটিজেনরা।
নিরব এই প্রসঙ্গে জানান, মঞ্চের মেঝে এতই পিছল ছিল যে তাঁরা সহজে নড়াচড়া করতে পারছিলেন না। অপুর পোশাক পলিয়েস্টার কাপড়ের ছিল। তাই আরওই টাল সামলাতে পারেননি নিরব। তা সত্ত্বেও তাঁরা নাচ করে যাচ্ছিলেন। পড়ে যাওয়ার পরেও নাচ থামাননি কেউ। দর্শকদের কথা ভেবে অনুষ্ঠান শেষ করে তার পর দর্শকদের অনুরোধ করেছিলেন। কিন্তু তাও কেউ কথা না শোনায় অত্যন্ত বিরক্ত নিরব। অপু এই নিয়ে নীরবতা না ভাঙলেও জানা যায়, তিনিও প্রচণ্ড ক্ষুব্ধ।