Left handed to right handed conversion: বাঁ-হাতিরা এগিয়ে সব জায়গায়! সন্তানকে জোর করে ডান-হাতি করাচ্ছেন? সাবধান
- Published by:Teesta Barman
Last Updated:
left handed to right handed conversion: কেউ কেউ ছেলেমেয়েদের বাঁ হাত বেঁধে রেখে ডান হাত দিয়ে কাজ করান। যাতে হাতের ক্ষমতার বদল হয়। এতে বাঁ-হাতিরা ডান-হাতি হয়ে যায় হয়তো, কিন্তু এর ফলে শিশুদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা যায়।
কলকাতা: সমাজে প্রচলিত ধ্যানধারণা ভেঙে বেরোনো বা ছকে বাঁধা না হলেই তা নিয়ে সমস্যা। ছকে ফিরিয়ে আনার চেষ্টা করে চলবে গোটা সমাজ। আলাদা হওয়ার বা অন্যরকম ভাবে বাঁচার অধিকার নেই যেন। আর এই অত্যাচারের শিকার হতে হয় কত মানুষকে। যাঁদের মধ্যে রয়েছে শিশুরাও। অনেকের জন্মই হয় অন্যভাবে। তাও তাদের স্রোতের বিপরীতে যাওয়ার থেকে আটকানো হয়। সেখান থেকেই শুরু হয় সমস্যা।
হাতের ক্ষেত্রেও এমন বিষয় নজরে আসে। সমাজে প্রচলিত আছে, ডান হাত দিয়েই খেতে হবে, ডান হাত দিয়েই খেলাধুলো করতে হবে। কিন্তু যাদের ডানের বদলে বাঁ হাত বেশি শক্তিশালী, তারা কী করবে? একাধিক শিশু ছোটবেলা থেকে বাঁ হাতে বেশি দক্ষ। ডান-হাতিরা যেমন মস্তিষ্কের বাঁ দিকের অংশটি বেশি ব্যবহার করে। বাঁ-হাতিদের ক্ষেত্রে মস্তিষ্কের ডান দিক ব্যবহৃত হয়।
advertisement
advertisement
কিন্তু তাদের মূল স্রোতে ফেরাতে বাবা-মায়েরা জোর করে ডান হাতের কার্যক্ষম বাড়ানোর চেষ্টা করেন৷ অনেকের ধারণা, যারা ডান-হাতিদের তুলনায় বাঁ-হাতিরা দুর্বল চিত্তের মানুষ হয়। কিন্তু সেটা একেবারেই বিজ্ঞানসম্মত নয়। এই ভাবনার ফলে বাচ্চাদের বাঁ হাতের ক্ষমতা কমিয়ে ডান হাতের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা মোটেও স্বাস্থ্যকর নয়। কেউ কেউ আবার ছেলেমেয়েদের বাঁ হাত বেঁধে রেখে ডান হাত দিয়ে কাজ করান। যাতে হাতের ক্ষমতার বদল হয়। এতে বাঁ-হাতিরা ডান-হাতি হয়ে যায় হয়তো, কিন্তু এর ফলে শিশুদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা যায়।
advertisement
সবাই যে সমস্যার সম্মুখীন হন, তা নয়। কিন্তু অনেক শিশুর মধ্যে এই বদলের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। কারও কথা বলার সমস্যা শুরু হয়, কারও স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, কারও মানসিক সমস্যা দেখা দেয়, কারও আবার মেলামেশা করতে অসুবিধা হয়। জোর করে হাতের বদলে মস্তিষ্কে চাপ পড়ে। কোনও কোনও শিশুর ডিসলেক্সিয়া দেখা যায়। ফলে পড়াশোনা করতে অসুবিধা হয়। মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে। হাতের লেখা খারাপ হয়ে যায়। কোনও শিশু বয়স বাড়ার পরেও বিছানায় প্রস্রাব করে দেয়। নখ কামড়ানোর মতো বদ অভ্যাস দেখা যায়। তা ছাড়া ক্লান্তি বেড়ে যায় শরীরে। বিভিন্ন স্নায়ুজনিত রোগাক্রান্ত হয় শরীর।
advertisement
তাই স্বাভাবিকত্বের বাইরে গিয়ে অকারণে জোর করবেন না নিজেদের শিশুকে। বাঁ-হাতি মানুষেরা এই দেশে রাজত্ব করে চলেছে। অমিতাভ বচ্চন, অ্যালবার্ট আইনস্টাইন, অ্যারিস্টটল, লিওনার্দো দা ভিঞ্চি, মেরি কুরি, বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো একাধিক বিশিষ্ট ব্যক্তিরাও বাঁ-হাতি।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 3:59 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Left handed to right handed conversion: বাঁ-হাতিরা এগিয়ে সব জায়গায়! সন্তানকে জোর করে ডান-হাতি করাচ্ছেন? সাবধান