যদিও শাকিব জানিয়েছিলেন, তিনি তাঁর দুই সন্তানকেই সমান ভাবে পালন করবেন, শিক্ষা দেবেন, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। শাকিবের বিরুদ্ধে রাস্তায় নামলেন বাংলাদেশের একদল যুবক। হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ শুরু করলেন তাঁরা। দাবি, অসংখ্য যুবক শাকিব খানের অনুসারী, শাকিবের এমন আচরণ যুবসমাজের মানসিকতায় প্রভাব ফেলতে পারে, আর তাই ভক্তদের কথা মাথায় রেখে তাঁর এই অভ্যাস পরিবর্তন করা উচিত।
advertisement
আরও পড়ুন: প্রসেনজিৎ ৪টি বিয়ে করেছেন, সেসব নিয়ে টুঁ শব্দ নেই, আমার দু'টি মাত্র বিয়ে: শাকিব
হাতের প্ল্যাকার্ডে যা যা লেখা হয়েছে, তার সার মর্ম এই, কেবল দুই সন্তানকে স্বীকৃতি দিলে হবে না। একইসঙ্গে স্ত্রীদেরও সমান সমান স্বীকৃতি দিতে হবে।
এই মানববন্ধন প্রায় এক ঘণ্টা চলে। সেখানকার এক যুবক সাংবাদিকদের বলেন, "শাকিব খান সুপারস্টার তকমা ব্যবহার করে বিভিন্নভাবে নারীদের প্ররোচনা দিচ্ছেন। এর আগে অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছে। সন্তান রয়েছে। সেই খবর প্রকাশ্যে এলে সন্তানকে মেনে নিলেও অপুকে স্ত্রী হিসেবে মেনে নেননি। এরপর বুবলি। প্রথমত বিয়ে হিয়েছে, এবং আড়াই বছরের সন্তানের খবর জানা গেল সদ্য। কিন্তু বুবলিকে তিনি এখনও স্বীকৃতি দেননি। শাকিব খান বাংলাদেশের তারকা। তাঁকে যুবসমাজ অনুসরণ করে। এসব দেখে যুবসমাজ যাতে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত না হয়, তাই মানুষকে বোঝানোর জন্য শাকিব খানের বিরুদ্ধে এই মানববন্ধন।"
পূজাকে নিয়ে যে কথাবার্তা হচ্ছে, তা মিথ্যে রটনা বলে দাবি করেছেন শাকিব নিজেই। সায় দিয়েছেন পূজাও।
এর আগে এক সাক্ষাৎকারে শাকিব বলেন, "এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দু’জনকে বিয়ে করেছি। টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, ইলন মাস্কও চারটি বিয়ে করেছেন, তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টুঁ শব্দ নেই!''
গত ২৭ সেপ্টেম্বর বুবলি প্রথম তাঁর বেবি বাম্পের ছবি পোস্ট করেন হঠাৎই। তার পর ৩০ সেপ্টেম্বর নিজের ছেলের ছবি প্রকাশ করেন। জানা যায়, সেই ছেলে শাকিবেরই। আড়াই বছর আগে তাঁদের পুত্রসন্তান শেহজাদ খানের জন্ম হয়েছিল। যৌথ বিবৃতি দিয়ে শাকিব-বুবলি জানান, ২০২০ সালেই শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলি। এরই মাঝে শাকিবের সঙ্গে পূজার সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। 'গলুই' ছবির শ্যুটিংয়ের সময় তাঁরা নাকি একে অপরের কাছাকাছি এসেছেন।
আরও পড়ুন: আত্মীয়ের গর্ভেই ছিল নয়নতারার সন্তান, ভিগনেশের সঙ্গে নায়িকার বিয়ের রহস্যও ফাঁস!
এর আগে শাকিব বিয়ে করেছিলেন অপুকে। তাঁদেরও পুত্রসন্তান রয়েছে। বিয়ে হয় ২০০৮ সালে। কিন্তু অপু এই খবরটি প্রথম ফাঁস করেন ২০১৭ সালে। তখনই জানা যায়, তিনি ও শাকিব বিবাহিত এবং আব্রাহাম খান জয় তাঁদের দু'জনের সন্তান।