প্রসেনজিৎ ৪টি বিয়ে করেছেন, সেসব নিয়ে টুঁ শব্দ নেই, আমার দু'টি মাত্র বিয়ে: শাকিব
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
এরই মাঝে শাকিবের সঙ্গে পূজার সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। 'গলুই' ছবির শ্যুটিংয়ের সময় তাঁরা নাকি একে অপরের কাছাকাছি এসেছেন।
advertisement
advertisement
তাঁর কথায়, ''এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দু’জনকে বিয়ে করেছি। টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, ইলন মাস্কও চারটি বিয়ে করেছেন, তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টুঁ শব্দ নেই!''
advertisement
advertisement
advertisement
advertisement
শাকিব আমেরিকার নাগরিক। চলতি বছরই তিনি গ্রিন কার্ড পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা হয়ে গেছে তাঁর। কিন্তু পূজা সেই বিষয়ে মন্তব্য করেন, 'আমার ভিসা পাওয়ায় শাকিবের কোনও ভূমিকা নেই। আমি এক জন অভিনেত্রী। নিজে গিয়ে আবেদন করতে পারি আমি। এবং আমেরিকায় ঘুরতে যেতে বা কাজে যেতে পারি।'
advertisement
advertisement