ভিডিওটি শেয়ার করে গায়ক লিখেছেন, “ধন্যবাদ @ayushmannk (আয়ুষ্মান খুরানা) আপনার কথা রাখার জন্য...”। শিভম গাইছিলেন দিল্লির রাস্তায়, মুহুর্তের মধ্যে অভিনেতা তাঁর কাছে আসেন এবং গলা মেলান। তাঁরা পানি দা রং গেয়ে শুরু করেন এবং শেষটা করেন জেধা নাশা দিয়ে।
আরও পড়ুন : অটোয় চড়ে রেড কার্পেট যেতেন কার্তিক! প্রথম গাড়িও 'থার্ড হ্যান্ড' ছিল আজকের 'চার্মিং বয়'-এর
আরও পড়ুন : যৌনশিক্ষা দেবেন অক্ষয় কুমার! আগামী এপ্রিল-মে মাসেই আসছে অভিনেতার নয়া প্রজেক্ট
আয়ুষ্মান খুরানার পানি দা রং গানটি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ভিকি ডোনার সিনেমায় প্রদর্শিত হয়েছিল। অমর জালাল, আইপি সিং, ইয়োহানি, হারজোত কৌর গেয়েছেন। জেধা নাশা একটি পুরানো গানের রিমিক্স সংস্করণ। সম্প্রতি মুক্তি পেয়েছে, আয়ুষ্মান খুরানা এবং নোরা ফাতেহি রয়েছেন গানের ভিডিওতে।
ভিডিওটি তিন দিন আগে পোস্ট হয়েছিল। এখনও পর্যন্ত ভিডিওটিতে প্রায় ১.৪ লক্ষ হয়েছে।