জানা গিয়েছে, ভোপালে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা অরুণ ভার্মা(Arun Verma Passes Away)। মস্তিষ্কে জটিলতা থেকে ক্রমশ তাঁর সারা শরীরের স্বাভাবিক প্রক্রিয়া নষ্ট হয়। কিডনি ফেইলিয়র হয়ে তাঁর মৃত্যু হয়। এমনটাই জানা গিয়েছে পরিবারের তরফে। ভোপালেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের তরফে আরও বলা হয়, "শুধু কিডনি নয়, লাঙেও সমস্যা ছিল অভিনেতার। হাসপাতালেই রাত ২-র সময় প্রয়াত হন অভিনেতা। সে সময় তাঁর পরিবারের লোকেরাই উপস্থিত ছিলেন হাসপাতালে। ৮০ টির বেশি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ।
advertisement
আরও পড়ুন: গু-এ মাখামাখি কলকাতা! শহরে পা রেখেছেন 'গু-কাকু' ! জানুন বিষয়টা কি...
আশির দশক থেকে অরুণ ভার্মা(Arun Verma Passes Away) বলিউডে কাজ করছেন। সানি দেওলের সঙ্গেই ছিল তাঁর প্রথম কাজ। ছবির নাম 'ডাকায়েত'। 'নায়ক', 'প্রেম গন্থ', মুঝসে শাদি করোগি', 'কিক' এর মতো বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেন তিনি। তাঁর মৃত্যুতে সকলেই শোকাহত। বেশ কিছু দিন ধরেই তাঁর শরীরে নানা সমস্যা বাসা বেঁধেছিল। চিকিৎসাও চলছিল। তবে শেষ পর্যন্ত লড়াই জেতা হল না তাঁর।
আরও পড়ুন: ছয় হাজারের শাড়ি, ২৫ হাজারে কিনে, করিনাকে উপহার দিলেন আমির খান ! ভিডিও সামনে আসতেই ভাইরাল
সম্প্রতি 'টিকু ওয়েডস শেরু'তে শেষ কাজ করেন তিনি। এই ছবির প্রজোযক কঙ্গনা রানাওয়াত। এই ছবিতে নওয়াজ উদ্দিন সিদ্দিকিও অভিনয় করেছেন অরুণ ভার্মার সঙ্গে। তাঁর মৃত্যুতে(Arun Verma Passes Away) বলিউডের অনেকেই শোকবার্তা জানিয়েছেন। সলমন খান, কঙ্গনা রানাওয়াত, সানি দেওল সকলেই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রসঙ্গত কিক- ছবিতে সলমনের সহ অভিনেতা হিসেবে সকলের নজর কেড়েছিলেন অরুণ ভার্মা। ৮০ টির বেশি ছবিতে তাঁকে কাজ করতে দেখা গিয়েছে। অভিনেতার বয়স মাত্র ৬২ বছর। এখনও অনেক কাজ বাকি ছিল তাঁর। হাতে বেশ কয়েকটি নতুন ছবির কাজও ছিল।