ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস, দর্শনা বণিক, অর্ণ মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন, রজতাভ দত্ত, তন্নি লাহা রায় প্রমুখ। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দেবপ্রসাদ হালদার, শাওন চক্রবর্তী, বরুণ চক্রবর্তী, রানা বসু ঠাকুর, সুদীপ ধারা, পায়েল রায় প্রমুখ।
আরও পড়ুন: আমার মাকে লোকজন বোকা বলে, মাকে নিয়ে লিখলেন টলি তারকা, চিনতে পারছেন কি
advertisement
ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ। শ্যুট হয়েছে বাংলার বিভিন্ন গ্রামে।
ছবিতে 'অর্জুন'-এর চরিত্রে দেখা যাবে সৌরভকে। শহর থেকে গ্রামে আসা এক স্বাস্থ্যকর্মীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে অর্ণকে দেখা যাবে 'শক্তি' চরিত্রে। দর্শনা অভিনয় করবেন 'শ্রী'-এর চরিত্রে। মানুষের হৃদয়ের টানাপড়েনের গল্প বলবে এই ছবি।
আরও পড়ুন: 'মিথিলা'হীন জন্মদিন, হঠাৎ কলকাতা ছেড়ে মেঘরাজ্যে পাড়ি জমালেন সৃজিত মুখোপাধ্যায়
এই মুহূর্তে টলি ইন্ডাস্ট্রিতে সৌরভ দাস এবং অর্ণ মুখোপাধ্যায় অন্যতম সেরা প্রতিভা। এক জন পর্দা এবং অন্য জন মঞ্চে নিজেদের অভিনয় দক্ষতা প্রমাণ করে ফেলেছেন ইতিমধ্যে। এবার হৃদয়পুরে এঁদের জুটির রসায়ন দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা।