'মিথিলা'হীন জন্মদিন, হঠাৎ কলকাতা ছেড়ে মেঘরাজ্যে পাড়ি জমালেন সৃজিত মুখোপাধ্যায়
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
মিথিলা তাঁর কন্যা আয়রার এবং সৃজিতের সঙ্গে একাধিক ছবির কোলাজ করে পোস্ট করলেন। সঙ্গে লিখলেন, 'জীবনে যেখানেই থাকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শুভ জন্মদিন সৃজিত।'
#কলকাতা: ৪৫-এর জন্মদিন। কিন্তু পরিবারের থেকে অনেক দূরে। মেঘরাজ্যে চলছে তাঁর জন্মদিন উদযাপন। আর কলকতায় স্ত্রী, কন্যা। বৃহস্পতিবার রাত ১২টা পেরোতেই তাই ট্যুইটারে সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে একটি পোস্ট করেন তাঁর স্ত্রী। বাংলাদেশের অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা তাঁর কন্যা আয়রার এবং সৃজিতের সঙ্গে একাধিক ছবির কোলাজ করে পোস্ট করলেন। সঙ্গে লিখলেন, 'জীবনে যেখানেই থাকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শুভ জন্মদিন সৃজিত।'
কিন্তু জন্মদিনে মা, স্ত্রী, কন্যাকে ছেড়ে হঠাৎ মেঘরাজ্য শিলংয়ে কেন পরিচালক?
Wish you health and happiness wherever you are. Happy birthday @srijitspeaketh 🎂 pic.twitter.com/3CKlEcRTH7
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) September 22, 2022
advertisement
তাঁর মতো ব্যস্ত পরিচালক তো সারা বছরই দেশে বিভিন্ন কোণায় বিরাজ করেন। এ বারও তাই। শ্যুট থেকে বিরতি নেন। আর তাঁর কাছে জন্মদিন উদযাপন মানে কাজ। সে কথা নিজেই জানালেন নিউজ18 বাংলাকে।
advertisement
সৃজিত বললেন, ''কাজই পার্টি আমার কাছে। কলকাতায় ফিরতে দেরি আছে। এখানে এখন কাজ চলছে। আলাদা করে কোনও পার্টিই হয়নি।'' একইসঙ্গে জানালেন, আয়রাকে খুব মিস করছেন জন্মদিনে। কিন্তু উপায় নেই। তাই ভিডিও কলেই বৃহস্পতিবার রাত ১২টা সময় কাটিয়েছেন মেয়ের সঙ্গে।
advertisement
কিন্তু এই মুহূর্তে শিলংয়ে কিসের শ্যুটিং করছেন সৃজিত? তা খোলসা না করলেও ইতিমধ্যে তাঁর নতুন ওয়েব সিরিজের খবর রটে গিয়েছে চারদিকে। শোনা গিয়েছে, জি ফাইভের একটি 'কপ ড্রামা' বানাচ্ছেন সৃজিত। গুঞ্জন, অভিনয় করছেন সুমিত ব্যাস, রেজিনা ক্যাসিন্ড্রা, অ্যানা বেন, বরুণ সোবতি, মিতা বশিষ্ঠ, চন্দন রায়। কিন্তু সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর মেলেনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2022 3:39 PM IST