চিন্তা নেই, সিগারেটে টান দেওয়ার কথা ভাবিনি এখনও, অজয়কে প্রকাশ্যে আশ্বাস কাজলের

Last Updated:

প্রতিযোগিতার সূচনা করে নিজেই ফলাফল শোনালেন অজয় দেবগণ। চ্যালেঞ্জের মূলে, কে কত ভাল সিগারেট হাতে নিয়ে সংলাপ বলতে পারেন। সংলাপও সিগারেট নিয়েই, থুড়ি সিগারেট না জ্বালানো নিয়ে। 

#মুম্বই: তারকা দম্পতির টক্কর! কে জিতল আর হারলোই বা কে? প্রতিযোগিতার সূচনা করে নিজেই ফলাফল শোনালেন অজয় দেবগণ। চ্যালেঞ্জের মূলে, কে কত ভাল সিগারেট হাতে নিয়ে সংলাপ বলতে পারেন। সংলাপও সিগারেট নিয়েই, থুড়ি সিগারেট না জ্বালানো নিয়ে।
দু'টি ছবির ক্লিপ  জুড়লেন অজয়। যার একটি কাজলের 'ত্রিভঙ্গ' এবং নিজের 'রানওয়ে ৩৪'-এর। দু'টি ক্লিপেই এক ধরনের সংলাপ রয়েছে।
advertisement
প্রথমে কাজলকে দেখা যাচ্ছে ফোনে কথা বলতে। হাতে একটি সিগারেটের প্যাকেট ধরা। প্যাকেটের মুখটা ধরা। সামনে এসে দাঁড়ান এক মহিলা। কাজল ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। আচমকা ওই মহিলা তাঁর সামনে চলে আসায় তিনি ধমকে ওঠেন, ''কী হয়েছে?'' মহিলা বলেন, ''ম্যাম, এখানে সিগারেট খাওয়ায় নিষেধাজ্ঞা আছে।'' কাজল প্যাকেটটি তুলে ধমক দিয়ে প্রশ্ন করেন, ''জ্বলছে কি?'' মহিলা ''না'' বলতেই কাজলের প্রশ্ন, ''তা হলে?''
advertisement
View this post on Instagram

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

advertisement
এর পরের ক্লিপেই দেখা যায়, অজয় দাঁড়িয়ে শৌচালয়ের ভিতরে। মুখে নেভানো সিগারেট। হাতে লাইটার। আর এক ব্যক্তি বেসিনে হাত ধুতে ধুতে বলেন, ''এখানে সিগারেট খাওয়া যাবে না।'' লাইটরে খুট খুট করে আওয়াজ করতে করতে অজয় ভারী গলায় বলেন, ''জ্বালাইনি তো।''
advertisement
ভিডিওটি পোস্ট করে অজয় তাঁর স্ত্রী প্রশংসা করে লেখেন, 'কাজল আমাকে হারিয়ে দিয়েছে।' স্বামীর পোস্টের তলায় কাজল লিখলেন, 'চিন্তা কোরো না... তাও এখনও টান দেওয়ার কথা ভাবিনি।'
বাংলা খবর/ খবর/বিনোদন/
চিন্তা নেই, সিগারেটে টান দেওয়ার কথা ভাবিনি এখনও, অজয়কে প্রকাশ্যে আশ্বাস কাজলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement