'যে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি...' করণ জোহরের শোয়ে অকপট গৌরী খান
- Published by:Rukmini Mazumder
Last Updated:
১৭ বছর পর আবার করণ জোহরের কফির আড্ডায় এসেছিলেন গৌরী, সপ্তম সিজনের ১২তম পর্বে গৌরীর সঙ্গী হয়েছিলেন মাহীপ কাপুর এবং ভাবনা পাণ্ডে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ছেলে আরিয়ানের মাদক-কাণ্ডে গ্রেফতার হওয়া, জামিন পাওয়া, বেকসুর প্রমাণিত হওয়া আর এই সমস্তকিছুর সঙ্গে জড়িত মানসিক টানাপোড়েন নিয়ে 'কফি উইথ করণ'-এর শোয়ে গৌরী বলেন, “শুধু পেশাগত ভাবে নয়, ব্যক্তিগত ঝড়ঝাপটাও অনেকটাই গেল। তোমরা যতটা শক্ত ছিলে, সেটাও কুর্নিশ করার মতো। আমি জানি পরিবার হিসাবে, মা-বাবা হিসাবে এই পরিস্থিতি সামলানো কতটা কঠিন ছিল।''
advertisement
ছেলে আরিয়ানের মাদক-কাণ্ডে গ্রেফতার হওয়া, জামিন পাওয়া, বেকসুর প্রমাণিত হওয়া আর এই সমস্তকিছুর সঙ্গে জড়িত মানসিক টানাপোড়েন নিয়ে 'কফি উইথ করণ'-এর শোয়ে গৌরী বলেন,'' আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, তার চেয়ে খারাপ কিছু হতে পারে না। মা হিসাবে, অভিভাবক হিসাবে কঠিন দিন দেখেছি। কিন্তু আজ, যেখানে দাঁড়িয়ে আছি, পরিবার হিসাবে আমাদের বন্ধন অনেক দৃঢ়।''