আমার মাকে লোকজন বোকা বলে, মাকে নিয়ে লিখলেন টলি তারকা, চিনতে পারছেন কি

Last Updated:

মায়ের জন্মদিনে ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে নিজের ছোটবেলার ছবি পোস্ট করলেন। তিনি টলিউডের বিখ্যাত অভিনেতা। একইসঙ্গে তিনি এখন পরিচালকও বটে।

#কলকাতা: তাঁর মায়ের জন্মদিন। বুধবার ৬৭ বছরে পা দিলেন তিনি। যাঁকে সকলে বোকা বলে। তিনি নিজেও নিজের মাকে তাই বলেন। তাই বোধহয় মাকে খুব সহজে ঠকানোও যায়। ছোটবেলায় বহু বার মাকে মিথ্যে বলে, ঠকিয়ে তৃপ্ত হয়েছেন। কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারেন, মা যে সবই বোঝেন। মা সবই জানেন। হয়তো মনে মনে হাসেন। কিন্তু প্রতিবাদ করেন না মা। তাতেই হয়তো আনন্দ। আর এখন মায়ের দুর্বলতাকে শক্তি হিসেবে চিনতে পারেন তিনি। আর সে কথাই লিখলেন গদ্যে।
ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে নিজের ছোটবেলার ছবি দিয়ে পোস্ট করলেন সে লেখা। তিনি টলিউডের বিখ্যাত অভিনেতা। একইসঙ্গে তিনি এখন পরিচালকও বটে। সম্প্রতি কয়েক জন মিলে একটি ফিল্ম ক্লাবও খুলেছেন তিনি।
advertisement
তবে শিল্পের পাশাপাশি ব্যক্তিগত কারণে বারবার খবরের শিরোনাম দখল করেছেন অভিনেতা। অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদ, অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম-সহবাসের গুঞ্জন, বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্ট, খবরে তিনি আছেন, থাকবেনও।
advertisement
আর বুঝতে বাকি নেই, কার ছবি নিয়ে কথা হচ্ছে।
advertisement
অভিনেতা এবং পরিচালক তথাগত মুখোপাধ্যায়। সদ্য তাঁর ছবি 'ভটভটি' মুক্তি পেয়েছে।
সদ্যই মায়ের জন্মদিনে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'আমার মাকে লোকজন বোকা বলে, আমিও বলি। মার সবকিছুতে বিশ্বাস, সবেতে বিশ্বাস, সবাইকে বিশ্বাস, তাই লোকজন ঠকায়ও দেদার। কখনও শব্দ দিয়ে কখনও কাজকম্ম দিয়ে। মাকে অনেক বুঝিয়েও ৬৭ বছরে পরিবর্তন করা যায়নি, নইলে দুমদাম সুগার বাড়ে,খাবার গুলোও নির্ঘাৎ বোকা বানায়, ভাবে বোকাই তো। লোকজনও বোকা বানিয়ে ভাবে কি দারুণ ঠকালাম, দারুণ আত্মতৃপ্তি। আমিও ছোটবেলায় মিথ্যে কথা বলে ভাবতাম কি দারুন ঠকালাম। আসলে মা তখনও জানত মা এখনো জানে। সবকটা ঠকা আসলে জেনে ঠকা, ওই ঠকাগুলো ঠকতে ভাল লাগে, কিছু ব্যাপারে মা রা জেনেই ঠকে, বরাবর, আমরা ভাবি বোকা বানালাম, আসলে মা তো ভাল রাখার বিশ্বাসে চোখ বুজে আছে, ঠকতে চাইছে ভাল থাকতে, ভাল রাখতে। আমি মাঝে মাঝে ফোনে যখন চিৎকার করি ভুলে যাই মায়ের কোলে যে শুয়ে আছে সেও আসলে আমি, মায়েরই ছেলে। আজ মায়ের জন্মদিন ছিল। লেখার সময় পেলাম এখন, এই লেখাটা সেই সব বোকামোর জন্য যেখানে যেখানে বারবার ঠকেও জিতে যাওয়া যায়।'
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমার মাকে লোকজন বোকা বলে, মাকে নিয়ে লিখলেন টলি তারকা, চিনতে পারছেন কি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement