প্রাপ্ত নথি অনুসারে বিক্রির দলিলটিতে ১৯মে তারিখ লেখা ছিল। অর্জুনের বোন অনশুলা কাপুর বিক্রির নথিতে স্বাক্ষর করেছেন। যদিও অর্জুন বর্তমানে জুহুর রাহেজা অর্কিডে থাকেন। মালাইকা ৮১ অরিয়েট বিল্ডিং-এ একটি ফ্ল্যাটের মালিক। মালাইকা ছাড়াও করণ কুন্দ্রা এবং সোনাক্ষী সিনহার মতো তারকারাও এই ফ্ল্যাটেই থাকেন।
আরও পড়ুন: দেশের পরবর্তী বড় নাম: বিজয় দেবেরকোন্ডা! পুরী জগন্নাধ 'লাইগার'-এর ট্রেলর লঞ্চে এসে আবেগে ভাসলেন
আরও পড়ুন: ট্রেলার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! এইবার তাক লাগানো টাইটেল ট্র্যাক নিয়ে হাজির 'জনি বনি'
প্রসঙ্গত, অর্জুন কাপুর মোহিত সুরির অ্যাকশন থ্রিলার 'এক ভিলেন রিটার্নস'-এ অভিনয় করছে। যেখানে জন আব্রাহাম, দিশা পাটানি এবং তারা সুতারিয়াও অভিনয় করেছেন। পাশাপাশি হাতে রয়েছে 'কুট্টে'ও, যা পরিচালনা করেছেন আসমান ভরদ্বাজ। এতে অভিনয় করেছেন রাধিকা মদন, টাবু এবং নাসিরুদ্দিন শাহ। অজয় বাহলের 'দ্য লেডি কিলার'-এ ভূমি পেডনেকারের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন।