Johny Bonny: ট্রেলার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! এইবার তাক লাগানো টাইটেল ট্র্যাক নিয়ে হাজির 'জনি বনি'
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Johny Bonny: গানেই রয়েছে সিরিজের রোমহর্ষকতার গল্প। জনির ভাগ্যচক্রে হঠাৎ পরিবর্তন আসে ঠিক কোন ঘটনার পর?
#কলকাতা: 'জনি বনি'-র ট্রেলার প্রায় ২ লক্ষ ভিউয়ারের কাছে পৌঁছে গিয়েছে! ট্রেলার নিয়ে ইতিমধ্যেই মাতামাতি শুরু হয়েছে দর্শকমহলে। দেবাশিস মণ্ডল, স্বস্তিকা দত্ত এবং অঙ্কিত মজুমদার অভিনীত এই সিরিজ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ওটিটি মঞ্চ 'ক্লিক'-এ। এই তিন জন ছাড়াও অভিনয়ে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, অনির্বাণ ভট্টাচার্য, যুধাজিৎ সরকার, পুষ্পিতা মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, অভ্যুদয় দে, তুষিতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সম্প্রতি মুক্তি পেল পরিচালক অভিজিৎ চৌধুরীর আগামী সিরিজের টাইটেল ট্র্যাক।
advertisement
advertisement
'ভাগ্য চক্র ঘুরে যাবে সকাল হওয়ার আগে
কেটে যাবে দৈন্য দশা শনি
সঠিক দাবার চালে শেষ দানে কিস্তিমাত
বুঝে নেবে জনি আর বনি'
গানেই রয়েছে সিরিজের রোমহর্ষকতার গল্প। জনির ভাগ্যচক্রে হঠাৎ পরিবর্তন আসে তিনজন দুষ্কৃতী রাজনৈতিক নেতা প্রমোদ সেনের বাড়িতে অকস্মাৎ হামলা করার পর। এরপর এক এক করে রহস্যের জট খুলতে দেখা যায় জনিকে। জনি অসীম সাহসিকতার পরিচয় দিয়ে নিজে গুলি খেয়ে প্রমোদ সেনদের বাঁচিয়ে দেয়। সেইখান থেকেই ঘুরে যায় গল্পের মোড়। গানের কথা প্রকাশ পেতেই গল্পের জন্য আরও কৌতূহল বেড়েছে দর্শকের। ইতিমধ্যেই গানটি সারা ফেলেছে দর্শকমহলে।
advertisement
এই প্রসঙ্গে ছবিটির কলাকুশলীদের উত্তেজনাও বিশাল। অভিনেতা দেবাশিস মণ্ডল বললেন, 'এই চরিত্রের মূল দ্বন্দ্ব, যা আমাদেরই সামাজিক এবং ব্যক্তিগত জীবনের থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি। যে কারণে এই চরিত্রের সঙ্গে অনেকটাই একাত্ম হতে পেরেছিলাম।' অভিনেত্রী স্বস্তিকা দত্তর কথায়, ''এই প্রথম একটা ক্রাইম থ্রিলার সিরিজে আমি অংশ নিতে পেরেছি। কাজটা করতে দারুণ লেগেছে।''
Location :
First Published :
July 21, 2022 1:36 PM IST