#কলকাতা: সিডি বয় ফিরে আসার পরেও 'মিঠাই' থেকে মন উঠে গেল দর্শকের? এ সপ্তাহে টিআরপি তালিকার অনেকটা নীচে 'মিঠাই'। নম্বরের দিক থেকে আরও কমল মিঠাইয়ের টিআরপি। দু'সপ্তাহ টানা মোদক পরিবারের রেটিং পয়েন্ট ৭.৮, এবারে হল ৭.২। চমকে দিল জি বাংলার 'লক্ষ্মী কাকিমা সুপার স্টার'। দর্শকরা বেশ রসিয়ে দেখছেন, তার প্রমাণ এ সপ্তাহের টিআরপি তালিকা। একেবারে ৮.২ পেয়ে শীর্ষস্থান দখল করল এই ধারাবাহিক। গত সপ্তাহ থেকেই উন্নতি হয়েছিল। এ বারে উলট পুরাণ। 'মিঠাই' এবার চতুর্থতে। এইবার স্টার জলসার চেয়ে বেশ খানিকটা এগিয়ে জি বাংলার সিরিয়াল।
দ্বিতীয়তে 'ধুলোকণা' ৭.৯, তৃতীয় স্থানে রয়েছে 'আলতা ফড়িং'৭.৭, চতুর্থ স্থান ধরে 'মিঠাই'। যার নম্বর, ৭.৫।
আরও পড়ুন: সুন্দরীর রূপে ভুলে দাঁত খোয়ালেন 'গাঁটছড়া'র রাহুল... রেগে আগুন দ্যুতি! দেখুন সেই ভিডিও
গত সপ্তাহে যদিও দ্বিতীয় স্থানে ছিল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। নম্বর ছিল ৭.৭। কিন্তু এ সপ্তাহে জি বাংলার এই ধারাবাহিক ভাল ফল করেছে। গত সপ্তাহে 'ধুলোকণা'-ছিল শীর্ষে। এ বারে আর আসন ধরে রাখতে পারল না স্টার জলসার এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে নেমে এসেছে।
আরও পড়ুন: জুনিয়র কাপুরের নামের শুরুটা কি 'R' দিয়েই? সরাসরি জবাব দিলেন রণবীর-আলিয়া
এ ছাড়া এই সপ্তাহে র রেটিং চার্টে প্রথম দশে আছে কোন কোন ধারাবাহিক, দেখে নেওয়া যাক এক ঝলকে-----
প্রথম স্থানে: | লক্ষ্মী কাকিমা সুপার স্টার |
দ্বিতীয় স্থানে: | ধুলোকণা |
তৃতীয় স্থানে: | আলতা ফড়িং |
চতুর্থ স্থানে: | মিঠাই |
পঞ্চম স্থানে: | গাঁটছড়া, গৌরি এল |
ষষ্ঠ স্থানে: | এই পথ যদি না শেষ হয় |
সপ্তম স্থানে: | উমা |
অষ্টম স্থানে: | খেলনা বাড়ি |
নবম স্থানে: | মন ফাগুন |
দশম স্থানে: | লালকুঠী |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Serial, Star Jalsha, Tollywood, TRP