Bengali Serial TRP list: বড় চমক TRP-তে! শীর্ষে লক্ষ্মী কাকিমা, মিঠাইকে টক্কর দিয়ে দ্বিতীয় আসন কেড়ে নিল এই সিরিয়াল

Last Updated:

Bengali Serial TRP list: চমকে দিল স্টার জলসার 'ধুলোকণা'। লালন এবং ফুলঝুরির বিয়ের পরে নতুন জীবনে এসেছে অভাবণীয় পরিবর্তন।

#কলকাতা: সিডি বয় ফিরে আসার পরেও 'মিঠাই' থেকে মন উঠে গেল দর্শকের? এ সপ্তাহে টিআরপি তালিকার অনেকটা নীচে 'মিঠাই'। নম্বরের দিক থেকে আরও কমল মিঠাইয়ের টিআরপি। দু'সপ্তাহ টানা মোদক পরিবারের রেটিং পয়েন্ট ৭.৮, এবারে হল ৭.২। চমকে দিল জি বাংলার 'লক্ষ্মী কাকিমা সুপার স্টার'। দর্শকরা বেশ রসিয়ে দেখছেন, তার প্রমাণ এ সপ্তাহের টিআরপি তালিকা। একেবারে ৮.২ পেয়ে শীর্ষস্থান দখল করল এই ধারাবাহিক। গত সপ্তাহ থেকেই উন্নতি হয়েছিল। এ বারে উলট পুরাণ। 'মিঠাই' এবার চতুর্থতে। এইবার স্টার জলসার চেয়ে বেশ খানিকটা এগিয়ে জি বাংলার সিরিয়াল।
দ্বিতীয়তে 'ধুলোকণা' ৭.৯, তৃতীয় স্থানে রয়েছে 'আলতা ফড়িং'৭.৭, চতুর্থ স্থান ধরে 'মিঠাই'। যার নম্বর, ৭.৫।
advertisement
গত সপ্তাহে যদিও দ্বিতীয় স্থানে ছিল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। নম্বর ছিল ৭.৭। কিন্তু এ সপ্তাহে জি বাংলার এই ধারাবাহিক ভাল ফল করেছে। গত সপ্তাহে 'ধুলোকণা'-ছিল শীর্ষে। এ বারে আর আসন ধরে রাখতে পারল না স্টার জলসার এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে নেমে এসেছে।
advertisement
এ ছাড়া এই সপ্তাহে র রেটিং চার্টে প্রথম দশে আছে কোন কোন ধারাবাহিক, দেখে নেওয়া যাক এক ঝলকে-----
প্রথম স্থানে:লক্ষ্মী কাকিমা সুপার স্টার
দ্বিতীয় স্থানে:ধুলোকণা
তৃতীয় স্থানে:আলতা ফড়িং
চতুর্থ স্থানে:মিঠাই
পঞ্চম স্থানে:গাঁটছড়া, গৌরি এল
ষষ্ঠ স্থানে:এই পথ যদি না শেষ হয়
সপ্তম স্থানে:উমা
অষ্টম স্থানে:খেলনা বাড়ি
নবম স্থানে:মন ফাগুন
দশম স্থানে:লালকুঠী
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP list: বড় চমক TRP-তে! শীর্ষে লক্ষ্মী কাকিমা, মিঠাইকে টক্কর দিয়ে দ্বিতীয় আসন কেড়ে নিল এই সিরিয়াল
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement