দর্শক আসনেও চাঁদের হাট। উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অদিতি মুন্সি, রূপম ইসলাম সহ একাধিক তারকা। উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়রও। অরিজিৎ-এর গলায় শোনা গেল স্বর্ণ যুগের সেই জনপ্রিয় গান 'এই পথ যদি না শেষ হয়'।
আরও পড়ুন: কনসার্টে অরিজিতের গলায় একলা ঘর, দর্শকাসনে রূপম ইসলাম! গানে গানে দেখা দুই রকস্টারের
advertisement
সেই সাদা কালো যুগের উত্তম সুচিত্রার প্রেমের গানে মেতে উঠলেন দর্শকরা। 'সপ্তপদী' ছবির এই বিখ্যাত গানের হাত ধরেই পুরনো নস্টালজিয়া ফের একবার ভেসে উঠল দর্শকদের সামনে। মনে পড়ল উত্তম সূচিত্রার সেই বাইকে বসে প্রেমের গান।
তালিকা থেকে বাদ যায়নি বহু হিন্দি যুগলবন্দিও। একের পর এক হিট গানে সেজে এক ভিনরাজ্যে পরিণত হয়েছিল অ্যাকোয়াটিকা। নিজের একাধিক জনপ্রিয় গানে মঞ্চ কাঁপালেন অরিজিৎ । ‘শায়েদ’, ‘বেখায়ালি’, ‘নয়না’র সুরে তালা মেলাল দর্শকরা।
আরও পড়ুন: রাজের সামনেই অরিজিতের কণ্ঠে 'বোঝে না সে বোঝে না'! আবেগঘন হয়ে কী করলেন শুভশ্রী
কিছুদিন আগেই কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে 'গেরুয়া' গানটি গাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় অরিজিৎকে। কিন্তু এই বারও তালিকা থেকে বাদ যায়নি এই গান । "এই গানটাই যত নষ্টের গোড়া, গেড়ুয়া তো সন্যাসীদের রঙ" বলেই ফের 'গেরুয়া'র সুরেই মেতে উঠলেন অরিজিৎ সিং।