TRENDING:

Arijit Singh Concert in Kolkata: নস্টালজিয়া ছুঁয়ে দেখলেন অরিজিৎ, দর্শকদের বললেন 'এই পথ যদি না শেষ হয়'!

Last Updated:

অরিজিৎ-এর হাত ধরে ফের পুরনো আবেগের হাত বোলালেন আট থেকে আশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 কলকাতা: অ্যাকোয়াটিকার মঞ্চ কাঁপল হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই জনপ্রিয় যুগলবন্দিতে। অরিজিতের গলায় শোনা গেল 'এই পথ যদি না শেষ হয়'। রামপ্রসাদ, হেমন্ত মুখোপাধ্যায়,  মান্না দে একের পর এক পুরনো গানে রমরম করল অ্যাকোয়াটিকার মঞ্চ। হারানো নস্টালজিয়া মনে করালেন অরিজিৎ সিং। বাদ গেল না রূপম ইসলামের গানও। অরিজিৎ-এর হাত ধরে ফের পুরনো আবেগের হাত বোলালেন আট থেকে আশি।
নস্টালজিয়া ছুঁয়ে দেখলেন অরিজিৎ, দর্শকদের বললেন 'এই পথ যদি না শেষ হয়'!
নস্টালজিয়া ছুঁয়ে দেখলেন অরিজিৎ, দর্শকদের বললেন 'এই পথ যদি না শেষ হয়'!
advertisement

দর্শক আসনেও চাঁদের হাট। উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়,  অদিতি মুন্সি, রূপম ইসলাম সহ একাধিক তারকা। উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়রও। অরিজিৎ-এর গলায় শোনা গেল স্বর্ণ যুগের সেই জনপ্রিয় গান  'এই পথ যদি না শেষ হয়'।

আরও পড়ুন:  কনসার্টে অরিজিতের গলায় একলা ঘর, দর্শকাসনে রূপম ইসলাম! গানে গানে দেখা দুই রকস্টারের

advertisement

সেই সাদা কালো যুগের উত্তম সুচিত্রার প্রেমের গানে মেতে উঠলেন দর্শকরা। 'সপ্তপদী' ছবির এই বিখ্যাত গানের হাত ধরেই পুরনো নস্টালজিয়া ফের একবার ভেসে উঠল দর্শকদের সামনে। মনে পড়ল উত্তম সূচিত্রার সেই বাইকে বসে প্রেমের গান।

তালিকা থেকে বাদ যায়নি বহু হিন্দি যুগলবন্দিও। একের পর এক হিট গানে সেজে  এক ভিনরাজ্যে পরিণত হয়েছিল অ্যাকোয়াটিকা। নিজের একাধিক জনপ্রিয় গানে মঞ্চ কাঁপালেন অরিজিৎ ।  ‘শায়েদ’, ‘বেখায়ালি’, ‘নয়না’র সুরে তালা মেলাল দর্শকরা।

advertisement

আরও পড়ুন: রাজের সামনেই অরিজিতের কণ্ঠে 'বোঝে না সে বোঝে না'! আবেগঘন হয়ে কী করলেন শুভশ্রী

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিছুদিন আগেই কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে 'গেরুয়া' গানটি গাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় অরিজিৎকে। কিন্তু এই বারও তালিকা থেকে বাদ যায়নি এই গান । "এই গানটাই যত নষ্টের গোড়া, গেড়ুয়া তো সন্যাসীদের রঙ"  বলেই ফের 'গেরুয়া'র সুরেই মেতে উঠলেন অরিজিৎ সিং।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh Concert in Kolkata: নস্টালজিয়া ছুঁয়ে দেখলেন অরিজিৎ, দর্শকদের বললেন 'এই পথ যদি না শেষ হয়'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল