তবে অরিজিতের গাওয়া ‘আয়াত’ গানটিও একবার গেয়েছিলেন আলি। বাজিরাও মস্তানি ছবিতে অরিজিতের গাওয়া গানটি গেয়েছিলেন আলি, অরিজিতের কাছে ক্ষমাও চেয়েছিলেন সেই সময়। একটি লাইভ সেশনে বসে পাকিস্তানি গায়ক আলি গেয়েছিলেন আয়াত। গানটি গাওয়ার আগে অরিজিতের ভুয়শী প্রশংসা করতেও ছাড়েননি আলি। যদিও অরিজিৎ কখনওই আলির এই ভার্সন নিয়ে কখনও কোনও মন্তব্য করেননি।
advertisement
আরও পড়ুন: ফ্যামিলি ম্যান করার জন্য কত টাকা পেয়েছেন মনোজ বাজপেয়ী? শাহরুখ-সলমানকে টেনে বিস্ফোরক দাবি অভিনেতার
যদিও পাসুরির রিমেক মোটেই মনে ধরেনি অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় বেশ রোষের মুখেই পড়তে হয়েছে এই গানকে। কেউ এই গানটির নিন্দা করেছেন, কেউ আবার অরিজিতের পাশেও দাঁড়িয়েছেন এই বিষয়ে। এই পক্ষে বিপক্ষের মধ্যেই অরিজিৎ সিংহের নামের একটি আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ট্যুইট আসে একটি। এক অনুরাগী ট্যুইট করেছিলেন, ‘বলিউডের সেরা গায়ক হওয়ার পরেও আপনি কেন এই গানটা গাইতে রাজি হলেন? বাতিল করলেন না?’
আরও পড়ুন: ছেলে করণের বিয়েতে ‘খুশি নন’ মা! সানি দেওলের স্ত্রী পূজার ছবি ঘিরে তোলপাড়
এই ট্যুইটের উত্তরে অরিজিৎ লেখেন, ‘বুঝেছি। আসলে গানের নির্মাতারা আমায় কথা দিয়েছিলেন, অনগ্রসর শিশুদের একটি স্কুলের জন্য এক বছরের খরচ দেবেন। সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য না হয় একটু গালিগালাজ খেয়ে নেব।’