আরও পড়ুন- অক্ষয়ের পর এবার কার্তিক আরিয়ান, বড়োপর্দায় আসছে ভুল ভুলাইয়া ২!
সূত্রের খবর, এই চলচ্চিত্রটি এমন একটি বিষয়ের গভীরে নিয়ে যাবে দর্শকদের যেসব বিষয় দেশের চলচ্চিত্র নির্মাতারা দীর্ঘকাল ধরে উপেক্ষা করেছেন বা এড়িয়েই চলেছেন।
‘মুল্ক’, ‘আর্টিকেল ১৫’ এবং ‘থাপ্পড়’-এর মতো চলচ্চিত্রে ইতিমধ্যেই স্বতন্ত্র ঘরানার ছাপ রেখেছেন পরিচালক অনুভব সিনহা। পরিচালকের বিশ্বাস, ‘অনেক’ এমন একটি চলচ্চিত্র যা ভারতের বৈচিত্র্যকেই তুলে ধরেছে।
পিটিআইকে অনুভব সিনহা বলেন, “অনেক এমন একটি বিষয়ের উপর ভিত্তি করে নির্মিত যা দেশের গভীর উদ্বেগের বিষয়। সিনেমাটি একটি নির্দিষ্ট সামাজিক প্রেক্ষাপটেই চিত্রায়িত এবং আমাদের দেশের বৈচিত্র্যই এর মূল উপজীব্য। এই ধরনের সিনেমা তৈরি করা সত্যিই ভীষণ কঠিন ছিল। আমরা এমন সব জায়গায় শ্যুট করেছি যেখানে যাওয়াই সমস্যার। কিন্তু আমাদের অন্তরের জয় এই সিনেমাটি এবং আমরা যা তৈরি করেছি তার জন্য আমি গর্বিত।”
আরও পড়ুন- আন্তর্জাতিক চলচ্চিত্রে 'গুড্ডু ভাইয়া'! ভারতে মুক্তি পাচ্ছে আলির ডেথ অন দ্য নাইল
প্রযোজক এবং পরিচালকের তরফে বিষয়টির সংবেদনশীলতার কথা মাথায় রেখেই এখনও তেমন বিশদ তথ্য দেওয়া হচ্ছে না সিনেমাটি সম্পর্কে ('Anek' Release Date)। তবে এই সিনেমাটি এখনও পর্যন্ত অনুভব সিনহার সবচেয়ে ব্যয়বহুল কাজের একটি। উত্তর-পূর্ব ভারতের কঠিন অঞ্চলে বিশাল আকারে সিনেমাটির শ্যুটিং চলেছে। জোশুয়ার চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের পোশাকের একটি ছবি পোস্ট করেছিলেন আয়ুষ্মান যা সিনেমাকে ঘিরে আগ্রহ বাড়িয়ে তুলেছে অনেকটাই।
ভূষণ কুমারের টি-সিরিজ এবং অনুভব সিনহার বেনারস মিডিয়াওয়ার্কস মিলে ‘অনেক’-এর প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছে।