অঙ্কিতা লোখান্ডে ইনস্টাগ্রামে শোয়ের টিজার (Smart Jodi) শেয়ার করে স্বামী ভিকিকে ‘লাইটস, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন’-এর জগতে স্বাগত জানিয়েছেন। “কখনও জানতাম না যে তুমিও অভিনয় করতে পারো। লাইটস, ক্যামেরা এবং অ্যাকশনের জগতে স্বাগত। আমি নিশ্চিত আমরা একসঙ্গে এই সফর উপভোগ করব এবং চিরকাল সঙ্গে থেকে যাওয়ার মতো সুন্দর স্মৃতি তৈরি করব”, লিখেছেন অঙ্কিতা।
আরও পড়ুন- সিনেমা নয়, আমাজন প্রাইমের ওয়েব সিরিজে বলিউডে অভিষেক শাহরুখ পুত্র আরিয়ানের!
পবিত্র রিশতা (Pavitra Rishta) অভিনেত্রীর শেয়ার করা প্রোমোতে ভিকি জৈনের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন এবং প্রেমই দেখা গিয়েছে। আইসক্রিম খাওয়া থেকে শুরু করে একসঙ্গে সিনেমা দেখা পর্যন্ত অঙ্কিতা আর ভিকির ‘মেড ফর ইচ আদার’ হয়ে ওঠার গল্পই দেখা যাচ্ছে এতে (Smart Jodi)।
আরতি সিং, শাহির শেখ, মোনালিসা, নিশান্ত ভাট, হিমাংশু মালহোত্রা এবং নিশা আগরওয়াল সহ অঙ্কিতার বেশ কয়েকজন বন্ধু এই শোয়ে অংশগ্রহণের জন্য অঙ্কিতাএবং ভিকিকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন- বিয়ের আগেই গর্ভবতী শিবানী! ফারহানের সঙ্গে বিয়ের ছবিতে কি উঁকি মারছে বেবি বাম্প?
স্টার প্লাসে স্মার্ট জোড়ি (Smart Jodi) শোটি দেখা যাবে ২৬ ফেব্রুয়ারি থেকে। তবে, এখনও স্মার্ট জোড়ি সম্পর্কে খুব বিশদে তথ্য প্রকাশ করা হয়নি। এই শোয়ে অংশ নিতে প্রস্তুত অন্যান্য দম্পতিরা হলেন গুম হ্যায় কিসিকে প্যায়ার মে খ্যাত নীল ভাট-ঐশ্বরিয়া শর্মা, রাহুল মহাজন-নাতালিতা ইলিনা এবং ভাগ্যশ্রী-হিমালয় দাসান।
অঙ্কিতা এবং ভিকি গতবছরের ১৪ ডিসেম্বর মুম্বইতে গাঁটছড়া বাঁধেন। বেশ কিছু সেলিব্রিটিই তাঁদের প্রাক-বিবাহ এবং বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। মনীশ মালহোত্রার ডিজাইন করা সোনালি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন অঙ্কিতা। লম্বা ঘোমটা এবং ভারী ঐতিহ্যবাহী গহনায় এই বিশেষ দিনে সেজেছিলেন অভিনেত্রী। অন্যদিকে, ভিকি জৈনের পরণে ছিল আইভরি রঙের শেরওয়ানি।