Farhan Akhtar and Shibani Dandekar Wedding: বিয়ের আগেই গর্ভবতী শিবানী! ফারহানের সঙ্গে বিয়ের ছবিতে কি উঁকি মারছে বেবি বাম্প?
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Farhan Akhtar and Shibani Dandekar Marriage Pics: ২০১৫ সালে একটি টেলিভিশন রিয়েলিটি শো, আই ক্যান ডু দ্যাট-এর সেটে দেখা হয়েছিল ফারহান আখতার এবং শিবানী দান্ডেকরের
#মুম্বই: শনিবার খান্ডালায় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এক অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন (Farhan Akhtar and Shibani Dandekar Wedding) বলিউড অভিনেতা তথা পরিচালক ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর। সারা দিন ধরেই বিনোদন জগতের শিরোনামে ছিলেন এই নবদম্পতি। ফারহান আর শিবানীর (Farhan Akhtar and Shibani Dandekar) বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। লাল ফিশটেইল গাউনে দেখা গিয়েছে শিবানীকে এবং ফারহান পরেছিলেন কালো স্যুট। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
তবে বিয়ের ছবি (Farhan Akhtar and Shibani Dandekar Wedding) দেখেই কৌতূহলও জেগেছে কিছু জনের মনে। নেটিজেনদের একাংশের ধারণা শিবানী সম্ভবত গর্ভবতী! নববধূর প্রথম ছবিতেই স্পষ্ট দেখা গিয়েছে বেবি বাম্প। শিবানীর ভাইরাল হওয়া ছবিতে প্রশ্ন তুলেছেন এক নেটিজেন, “ও কি গর্ভবতী?” অন্য একজন আবার মন্তব্য করেছেন, “শিবানী তো সন্তান সম্ভবা।” ফারহান এবং শিবানীর ভক্তরা অবশ্য এই প্রেমিকযুগলকে প্রাণভরে আশীর্বাদও করেছেন।
advertisement
advertisement


শনিবার সকাল থেকেই, হৃতিক রোশন এবং তার বাবা মা রাকেশ রোশন এবং পিঙ্কি রোশন, পরিচালক আশুতোষ গোয়ারিকর, সুরকার এহসান নুরানি, রিয়া চক্রবর্তী, আনুশা দান্ডেকার সহ সেলিব্রিটিরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।
advertisement
বৃহস্পতিবার মুম্বইয়ে মেহেন্দির অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ফারহান আখতার এবং শিবানী দান্ডেকার বিয়ের উৎসব। মুম্বইয়ে ফারহানের বাড়িতেই এই প্রাক বিবাহ অনুষ্ঠানগুলির আয়োজন হয়েছিল এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবানা আজমি, শিবানীর বোন আনুশা দান্ডেকার, রিয়া চক্রবর্তী এবং অমৃতা অরোরা।
advertisement
জাভেদ আখতার কিছুদিন আগেই বিয়ের খবরটি নিশ্চিত করে জানান। বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ বলেন, “হ্যাঁ, বিয়ে হচ্ছে। বিয়ের যা যা প্রস্তুতি তা ওয়েডিং প্ল্যানাররা সামলাচ্ছেন।”
২০১৫ সালে একটি টেলিভিশন রিয়েলিটি শো, আই ক্যান ডু দ্যাট-এর সেটে দেখা হয়েছিল ফারহান আখতার এবং শিবানী দান্ডেকরের (Farhan Akhtar and Shibani Dandekar)। শিবানী ছিলেন একজন প্রতিযোগী এবং ফারহান অনুষ্ঠানের সঞ্চালনা করতেন। সেই সময় থেকেই ডেটিং শুরু করেন তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2022 8:11 AM IST