TRENDING:

Ankita Lokhande Wedding| Viral Video|| মরুভূমির বালিতে মিশেছে শরীর! অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈনের প্রি-ওয়েডিং ভিডিও ভাইরাল...

Last Updated:

Ankita Lokhande Vicky Jain's pre wedding video: দীর্ঘ অপেক্ষার অবসান। আজই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পবিত্র রিস্তার খ্যাত অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন (Vicky Jain)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দীর্ঘ অপেক্ষার অবসান। আজই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পবিত্র রিস্তার খ্যাত অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন (Vicky Jain)। মুম্বইতেই বসছে রাজকীয় (traditional wedding ceremony) বিয়ের আসর। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে অঙ্কিতার মেহেন্দির অনুষ্ঠান। সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন।
অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন।
advertisement

এ দিকে, মরুভূমির বালি থেকে মাঝ-সমুদ্রে হবু স্বামীর সঙ্গে রোম্যান্সে মত্ত একটি ভিডিও শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কিতা। প্রি-ওয়েডিংয়ের সেই ভিডিও এখন হট-কেক। ভিডিওতে স্বামী ভিকির সঙ্গে অন্তরঙ্গ অঙ্কিতাকে লাগছে মহময়ী। কখনও মরুভূমির বালিতে মিশে গিয়েছেন দু'জনে। কখনও আবার সমুদ্রের মাঝে হারিয়ে ফেলেছেন নিজেদের।

আরও পড়ুন: নীল-তৃণার বলিউড কলিং! যশরাজ ফিল্মসের নজরে সেলিব্রিটি জুটি! জানেন কীভাবে?

advertisement

উল্লেখ্য, অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন (Vicky Jain)  আজ ১২ ডিসেম্বর রাতে সাত পাকে বাঁধা পড়বেন। ১২,১৩ এবং ১৪ ডিসেম্বর...এই তিনদিনে একেবারে রীতি মেনে হবে বিয়ে। তার আগে প্রাক বিয়ের নানা মুহূর্ত সম্পন্ন হয়েছে। অঙ্কিতা লোখান্ডে ভীষণই ধার্মিক এবং ঘরোয়া, এ কথা কারও অজানা নয়। নিয়ম মেনে নানা পুজোয় তাঁর উজ্জ্বল উপস্থিতি দেখা যায়। ফলে বিয়েতেও তিনি কোনও খামতি (traditional wedding) রাখতে চান না। ফলে একেবারে আবুড়োভাত থেকে রিসেপসন, সবটাই চলছে জমিয়ে।

advertisement

আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় গরীব শিশুদের হাতে ৫০০ টাকা করে দিচ্ছিলেন নেহা ক্ককর! তারপর যে মারাত্বক ঘটনা ঘটল...

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই শুরু হয়েছিল গুঞ্জন। কানাঘুষো শোনা যাচ্ছিল, বছরের প্রথমের বিয়ে সেরে ফেলবেন দু'জনে। কিন্তু, তাঁদের মুখ থেকে কোনও কিছু জানা যায়নি। মাস খানেক আগে সেই খবরের সত্যতা সামনে আসে। তারপর থেকে শুরু হয় জল্পনা। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটয়ে আজই বিয়ের পিঁড়িতে বসছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankita Lokhande Wedding| Viral Video|| মরুভূমির বালিতে মিশেছে শরীর! অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈনের প্রি-ওয়েডিং ভিডিও ভাইরাল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল