Neel-Trina| Tollywood|| নীল-তৃণার বলিউড কলিং! যশরাজ ফিল্মসের নজরে সেলিব্রিটি জুটি! জানেন কীভাবে?

Last Updated:
Neel Bhattachariya & Trina Saha's bollywood connection: তৃণা-নীলের জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়ল আরব সাগর তীরে। যশরাজ ফিল্মসের (Yash Raj Films) নজরে পড়লেন টলিউডের জনপ্রিয় সেলিব্রিটি জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা!
1/9
*তৃণা-নীলের জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়ল আরব সাগর তীরে। যশরাজ ফিল্মসের (Yash Raj Films) নজরে পড়লেন টলিউডের জনপ্রিয় সেলিব্রিটি জুটি নীল ভট্টাচার্য (Neel Bhattachariya) এবং তৃণা সাহা (Trina Saha)! সেই পরম প্রাপ্তির খবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন খোদ নায়িকা। সংগৃহীত ছবি। 
*তৃণা-নীলের জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়ল আরব সাগর তীরে। যশরাজ ফিল্মসের (Yash Raj Films) নজরে পড়লেন টলিউডের জনপ্রিয় সেলিব্রিটি জুটি নীল ভট্টাচার্য (Neel Bhattachariya) এবং তৃণা সাহা (Trina Saha)! সেই পরম প্রাপ্তির খবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন খোদ নায়িকা। সংগৃহীত ছবি। 
advertisement
2/9
*কোনও গল্পকথা নয়, একেবারে ঠিক পড়ছেন আপনি। রানি মুখোপাধ্যায়ের স্বামী আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা Yash Raj Films  নজরে পড়েছেন তাঁরা। সংস্থার পক্ষ থেকে ভালোবাসা পেয়েছেন নীল-তৃণা। সংগৃহীত ছবি। 
*কোনও গল্পকথা নয়, একেবারে ঠিক পড়ছেন আপনি। রানি মুখোপাধ্যায়ের স্বামী আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা Yash Raj Films  নজরে পড়েছেন তাঁরা। সংস্থার পক্ষ থেকে ভালোবাসা পেয়েছেন নীল-তৃণা। সংগৃহীত ছবি। 
advertisement
3/9
*পর্দায় তাদের একসঙ্গে কাজ করতে দেখা না গেলেও বাস্তবে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য (Neel Bhattachariya), তৃণা সাহা (Trina Saha)। বাংলা টেলিভিশনের দুটি অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন নীল- তৃণা। সংগৃহীত ছবি। 
*পর্দায় তাদের একসঙ্গে কাজ করতে দেখা না গেলেও বাস্তবে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য (Neel Bhattachariya), তৃণা সাহা (Trina Saha)। বাংলা টেলিভিশনের দুটি অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন নীল- তৃণা। সংগৃহীত ছবি। 
advertisement
4/9
*এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকের গুনগুন হিসাবে অত্যন্ত জনপ্রিয় তৃণা। অন্যদিকে, 'কৃষ্ণকলি'র নিখিল মাত্র কয়েকদিনেই 'উমা'র অভিমন্যু হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা তাঁদের। সংগৃহীত ছবি। 
*এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকের গুনগুন হিসাবে অত্যন্ত জনপ্রিয় তৃণা। অন্যদিকে, 'কৃষ্ণকলি'র নিখিল মাত্র কয়েকদিনেই 'উমা'র অভিমন্যু হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা তাঁদের। সংগৃহীত ছবি। 
advertisement
5/9
*পর্দায় জুটি না বাঁধলেও ইনস্টাগ্রাম রিল তৈরিতে তাঁদের জুড়ি মেলা ভার। ফ্যানেদের হতাশ না করে তৃণা-নীল নিত্যদিন ভিডিও, ছবি পোস্ট করেন। সোশ্যাল মিডিয়া দেখলেই স্পষ্ট হবে, দু'জনের ফলোয়ার সংখ্যাই টলিউড বহু তারকাকে ১০ গোল দেবে। সংগৃহীত ছবি। 
*পর্দায় জুটি না বাঁধলেও ইনস্টাগ্রাম রিল তৈরিতে তাঁদের জুড়ি মেলা ভার। ফ্যানেদের হতাশ না করে তৃণা-নীল নিত্যদিন ভিডিও, ছবি পোস্ট করেন। সোশ্যাল মিডিয়া দেখলেই স্পষ্ট হবে, দু'জনের ফলোয়ার সংখ্যাই টলিউড বহু তারকাকে ১০ গোল দেবে। সংগৃহীত ছবি। 
advertisement
6/9
*তবে কী এমন ঘটল যে একেবারে Yash Raj Films  নজরে পড়ে গেলেন দু'জনে? দিন তিনেক আগে একটি দারুন রিল ভিডিও পোস্ট করেন নীল ও তৃণা নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। যেখানে একটি প্রেম ভাঙার গল্প খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলেন দু'জনে। তাতেই নজর আটকায় সংস্থার। সংগৃহীত ছবি। 
*তবে কী এমন ঘটল যে একেবারে Yash Raj Films  নজরে পড়ে গেলেন দু'জনে? দিন তিনেক আগে একটি দারুন রিল ভিডিও পোস্ট করেন নীল ও তৃণা নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। যেখানে একটি প্রেম ভাঙার গল্প খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলেন দু'জনে। তাতেই নজর আটকায় সংস্থার। সংগৃহীত ছবি। 
advertisement
7/9
*ভুল বোঝা থেকে শুরু হয়ে সম্পর্ক ভাঙার গল্প...এই প্রেক্ষাপটে তাঁদের তৈরি করা রিল গোয়া বেড়াতে গিয়ে শ্যুট করেছিলেন দু'জনে। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে অরিজিত সিং-এর গলায় ‘চন্না মেরেয়া’ গানটি। আর সেই ভিডিওতে লাইক দিয়েছে স্বয়ং যশ রাজ ফিল্মস সংস্থা। সংগৃহীত ছবি। 
*ভুল বোঝা থেকে শুরু হয়ে সম্পর্ক ভাঙার গল্প...এই প্রেক্ষাপটে তাঁদের তৈরি করা রিল গোয়া বেড়াতে গিয়ে শ্যুট করেছিলেন দু'জনে। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে অরিজিত সিং-এর গলায় ‘চন্না মেরেয়া’ গানটি। আর সেই ভিডিওতে লাইক দিয়েছে স্বয়ং যশ রাজ ফিল্মস সংস্থা। সংগৃহীত ছবি। 
advertisement
8/9
*স্বাভাবিকভাবেই এমন ঘটনায় দারুণ খুশি নীল-তৃণা। তৃণা লিখেছেন, ‘Day is made when your reel is liked by none other than YRF.’ ফলে এ কথা বলাই যায় বলিউডের নজরে পড়েছেন নীল-তৃণা। তাদের কাজ লক্ষ্য করেছে প্রযোজনা সংস্থা। সংগৃহীত ছবি। 
*স্বাভাবিকভাবেই এমন ঘটনায় দারুণ খুশি নীল-তৃণা। তৃণা লিখেছেন, ‘Day is made when your reel is liked by none other than YRF.’ ফলে এ কথা বলাই যায় বলিউডের নজরে পড়েছেন নীল-তৃণা। তাদের কাজ লক্ষ্য করেছে প্রযোজনা সংস্থা। সংগৃহীত ছবি। 
advertisement
9/9
*তারপরেই প্রশ্ন আসতে শুরু করেছে, তবে কি সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই? এ বার বলিউডে (Bollywood) কি জুটি বাঁধবে নীল-তৃণা? উত্তর পাওয়া এখন সময়ের অপেক্ষা। সংগৃহীত ছবি।
*তারপরেই প্রশ্ন আসতে শুরু করেছে, তবে কি সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই? এ বার বলিউডে (Bollywood) কি জুটি বাঁধবে নীল-তৃণা? উত্তর পাওয়া এখন সময়ের অপেক্ষা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement