হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই চালাচ্ছেন ঐন্দ্রিলা। এত দিন নি:শব্দে তাঁর জন্য প্রার্থনা করে গেলেও এ বার নেটমাধ্যমে আবেগের ঝাঁপি উপুর করলেন অনিন্দ্য। তিনি লিখলেন, 'ঐন্দ্রিলাকে নিয়ে কিছুই লিখিনি ফেসবুকে। খালি মনে মনে প্রার্থনা করে গিয়েছি যেন মেয়েটা সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি। আজকে শট দিতে যাওয়ার আগে সব্যসাচীর পোস্টটা বুকে লাগল আবার। একটাই প্রার্থনা ঐন্দ্রিলা আগেও যেভাবে ফিরে এসেছে, এবারও যেনো সেটার পুনরাবৃত্তি হয়।
advertisement
ঐন্দ্রিলা একা নন, লড়ছেন সব্যসাচীও। প্রেমিকার কঠিন সময়ে ঢাল হয়ে তাঁর সামনে দাঁড়িয়েছেন। দিন গুনছেন ভালবাসার মানুষটির ফিরে আসার। তাঁর উদ্দেশে অনিন্দ্য লেখেন, 'আর সব্যসাচীকে দেখে অবাক হয়ে যাই। ভগবান আর এদের মতন প্রেমিক বানান না। নিঃস্বার্থ ভালবাসা কাকে বলে এরাই জানে। পাশে দাঁড়াতে এরাই জানে। আমরা খালি ফেসবুক করি। লজ্জা হয় আয়নার সামনে দাঁড়াতে।
আরও পড়ুন : ছেলের রক্ষায় ফের লড়াই কাজলের, মা'কে নতুন করে চিনল দুনিয়া, নতুন ভিডিও viral
আরও পড়ুন : প্রয়াত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সুনীল শিন্ডে! বলিপাড়ায় শোকের ছায়া
অতীতে ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন ঐন্দ্রিলা। এ বারও ঘুরে দাঁড়াবেন তিনি, আশায় বুক বাঁধছেন তাঁর কাছের মানুষ এবং অনুরাগীরা। বছর ২৪-এর অভিনেত্রীর ফিরে আসার দিন গুনছেন অনিন্দ্যও।