TRENDING:

'লজ্জা হয় আয়নার সামনে দাঁড়াতে', ঐন্দ্রিলা-সব্যসাচীর জন্য কী বার্তা অনিন্দ্যর

Last Updated:

হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই চালাচ্ছেন ঐন্দ্রিলা। এত দিন নি:শব্দে তাঁর জন্য প্রার্থনা করে গেলেও এ বার নেটমাধ্যমে আবেগের ঝাঁপি উপুর করলেন অনিন্দ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লাইট-ক্যামেরা-অ্যাকশন-এর চেনা হাঁকডাক। ব্যস্ত ফ্লোর। অন্যান্য দিনের মতো শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। কিন্তু সোমবার রাতে শট দিতে যাওয়ার ঠিক আগে সহকর্মী সব্যসাচী চৌধুরীর একটি পোস্ট চোখে পড়ে অভিনেতার। সেই সংক্ষিপ্ত পোস্টে, প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ করেছেন তিনি।
advertisement

হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই চালাচ্ছেন ঐন্দ্রিলা। এত দিন নি:শব্দে তাঁর জন্য প্রার্থনা করে গেলেও এ বার নেটমাধ্যমে আবেগের ঝাঁপি উপুর করলেন অনিন্দ্য। তিনি লিখলেন, 'ঐন্দ্রিলাকে নিয়ে কিছুই লিখিনি ফেসবুকে। খালি মনে মনে প্রার্থনা করে গিয়েছি যেন মেয়েটা সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি। আজকে শট দিতে যাওয়ার আগে সব্যসাচীর পোস্টটা বুকে লাগল আবার। একটাই প্রার্থনা ঐন্দ্রিলা আগেও যেভাবে ফিরে এসেছে, এবারও যেনো সেটার পুনরাবৃত্তি হয়।

advertisement

ঐন্দ্রিলা একা নন, লড়ছেন সব্যসাচীও। প্রেমিকার কঠিন সময়ে ঢাল হয়ে তাঁর সামনে দাঁড়িয়েছেন। দিন গুনছেন ভালবাসার মানুষটির ফিরে আসার। তাঁর উদ্দেশে অনিন্দ্য লেখেন, 'আর সব্যসাচীকে দেখে অবাক হয়ে যাই। ভগবান আর এদের মতন প্রেমিক বানান না। নিঃস্বার্থ ভালবাসা কাকে বলে এরাই জানে। পাশে দাঁড়াতে এরাই জানে। আমরা খালি ফেসবুক করি। লজ্জা হয় আয়নার সামনে দাঁড়াতে।

advertisement

আরও পড়ুন :  ছেলের রক্ষায় ফের লড়াই কাজলের, মা'কে নতুন করে চিনল দুনিয়া, নতুন ভিডিও viral

আরও পড়ুন : প্রয়াত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সুনীল শিন্ডে! বলিপাড়ায় শোকের ছায়া

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অতীতে ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন ঐন্দ্রিলা। এ বারও ঘুরে দাঁড়াবেন তিনি, আশায় বুক বাঁধছেন তাঁর কাছের মানুষ এবং অনুরাগীরা। বছর ২৪-এর অভিনেত্রীর ফিরে আসার দিন গুনছেন অনিন্দ্যও।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
'লজ্জা হয় আয়নার সামনে দাঁড়াতে', ঐন্দ্রিলা-সব্যসাচীর জন্য কী বার্তা অনিন্দ্যর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল