তবে একা যাচ্ছেন না অনন্যা। তাঁর সঙ্গী চাঙ্কি পাণ্ডে। নায়িকার বাবা ফুটবলভক্ত। মেয়ের সঙ্গে বিশ্বকাপ দেখার সুযোগ কি তিনি ছাড়তে পারেন! বিমানবন্দরে অনন্যার সঙ্গে লেন্সবন্দি হলেন তিনিও।
শুধু অনন্যাই নন। বিদেশযাত্রার আগে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়লেন আরও এক বলিউড তারকা। আদিত্য রায় কাপুর। গুঞ্জন, ফুটবলের টানে কাতার উড়ে গেলেন তিনিও।
advertisement
আরও পড়ুন: রাত কাটানোই সব নয়, সহজের বাবা-মা একসঙ্গেই আছে, হুডখোলা ভালবাসায় রাহুল-প্রিয়াঙ্কা
আরও পড়ুন: শাঁখাপলা পরে থাইল্যান্ডে হানিমুন, নেটপাড়াজুড়ে রোশনির '২য় বিয়ে'র রিসেপশনের ছবি!
শোনা যাচ্ছে, আদিত্যকে মনে ধরেছে অনন্যার। চুপিচুপি নাকি প্রেম করছেন দু'জনে। কয়েক মাস আগে করণ জোহরের পার্টিতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল তাঁদের। তবে সম্পর্কের গুঞ্জন নিয়ে আপাতত স্পিকটি নট নায়ক-নায়িকা।
তা হলে কি গ্যালারিতে বসে একই দলের জন্য গলা ফাটাতে দেখা যাবে তাদের? নাকি দু'জনের ঠিক একই দিনে একই গন্তব্যে উড়ে যাওয়াটা নিছকই কাকতালীয়? উত্তর খুঁজছেন অনুরাগীরা ।