তবে কি এ বার সাতপাক ঘুরবেন 'এখানে আকাশ নীল'-এর হিয়া? অভিনেত্রীর ছবির বিবরণী দেখে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টলিপাড়ায়। অনামিকার সহকর্মী-বন্ধুরা ইতিমধ্যেই বিয়ের নেমন্তন্ন চেয়ে বসেছেন তাঁর কাছে।
প্রেম নিয়ে রাখঢাক নেই অনামিকার। অভিনেতা উদয় প্রতাপ সিংয়ের প্রেমে বুঁদ পর্দার হিয়া। এ বার কি তবে দু'জনের নতুন অধ্যায় শুরুর পালা? নিউজ18 বাংলাকে অনামিকা বললেন, "বিয়ে করার ইচ্ছা তো আছে। তবে এখনই নয়। আপাতত আমরা চুটিয়ে প্রেম করছি। ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা করব।"
আরও পড়ুন: বাড়ির সামনে কাতারে কাতারে ভক্তের ভিড়! জন্মদিনে এ এক অন্য 'জিত'-এ যাওয়ার গল্প, দেখুন ভিডিও
আরও পড়ুন: 'মোটা, মোষের মতো দেখতে'! দগদগে ক্ষত এখনও মন থেকে মুছতে পারেননি ‘গীতা মা'
সদ্য 'শহরের উষ্ণতম দিনে'-র ডাবিং শেষ করেছেন অনামিকা। আপাতত সাময়িক বিরতি নেবেন তিনি। বছরের শেষে বন্ধুদের সঙ্গে পাহাড়ে ছুটি কাটাবেন।