TRENDING:

Bela Shuru: ‘এই বেলা শেষ হওয়ার নয়’...সৌমিত্র ও স্বাতীলেখাকে সম্মান জানিয়ে আমুলের শ্রদ্ধার্ঘ্য

Last Updated:

Bela Shuru: নিছক অভিনয় নয়৷ বরং, পারস্পরিক ভালবাসার ও নির্ভরতার আকর৷ সেই ছবি ধরা পড়েছে আমুলের শ্রদ্ধার্ঘ্যে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ছবি আছে৷ কিন্তু তাঁরা নেই৷ তাঁরা আছেন৷ দর্শকদের ভাল লাগার বেলা শুরু করিয়ে তাঁরা পাড়ি দিয়েছেন অনন্তের পথে৷ জীবনের বেলা শেষে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগপ্তর যুগলবন্দি নিছক অভিনয় নয়৷ বরং, পারস্পরিক ভালবাসার ও নির্ভরতার আকর৷ সেই ছবি ধরা পড়েছে আমুলের শ্রদ্ধার্ঘ্যে৷
Bela Shuru
Bela Shuru
advertisement

আমুলের বিজ্ঞাপন সব সময়ই অনন্য৷ সেখানে ধরা পড়ে চলমান সময়ের প্রতিচ্ছবি৷ এ বার সেখানে ধরা পড়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত৷ ‘বেলাশুরু’ ছবির একটি ফ্রেম অবলম্বন করে তৈরি হয়েছে বিজ্ঞাপনের ফ্রেম৷ ছবিতে দেখা যাচ্ছে সত্তরোর্ধ্ব বিশ্বনাথ মজুমদার পরম যত্নে তাঁর অ্যালঝাইমার্স আক্রান্ত স্ত্রী আরতির চুল আঁচড়ে দিচ্ছেন৷ আমুলের বিজ্ঞাপনেও তাঁরা আছেন৷ আরতির সামনে আয়না ধরে আছে আমুল-বালিকা৷ তার পরনে চিরাচরিত পোলকা ডটেট জামা এবং মাথার ঝুঁটিতে পোলকা ডটের রিবন৷

advertisement

ছবিতে ইংরেজিতে লেখা শব্দের বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘এই বেলা কোনওদিন শেষ হবে না...স্বাদ এখান থেকেই শুরু৷’ সিনেমা ও বিজ্ঞাপনকে এভাবেই এক বিন্দুতে মিলিয়েছেন নির্মাতারা৷ ট্যুইটার হ্যান্ডলে বিজ্ঞাপনের ছবি শেয়ার করে লেখা হয়েছে ‘‘ বেলাশুরুতে ধরা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তর কামব্যাক৷ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম যে ছবির মু্ক্তির আগেই প্রয়াত এর দুই প্রধান কুশীলব৷’’

advertisement

আরও পড়ুন : ‘আপনার কাঁদিবার জন্য একটি বাটি!’ ‘বেলাশুরু’-র ডাবিং শেষে বলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

ইতিমধ্যেই আমুলের বিজ্ঞাপন জনপ্রিয় হয়েছে নেটমাধ্যমে৷ পাশাপাশি সমাদৃত  শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বেলাশুরু’-ও৷ দর্শকরা মুগ্ধ সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত-সহ অন্যান্যদের অভিনয়ে৷ ‘বেলাশেষে’-এর পরবর্তী পর্ব হিসেবে তৈরি করা হয়েছে এই ছবিকে৷ কিন্তু স্বতন্ত্র ছবি হিসেবেও প্রশংসিত হওয়ার দাবি রাখে ‘বেলাশুরু’৷ স্ত্রী আরতিকে এই ছবিতে আগলে রাখেন তাঁর স্বামী বিশ্বনাথ৷ অ্যালঝাইমার্সে আক্রান্ত আরতির সঙ্গে প্রায়ই বিশ্বাসঘাতকতা করে তাঁর স্মৃতি৷

advertisement

আরও পড়ুন : ‘যদি তোমাকে চিনতে না পারি...’, পবিত্রচিত্ত নন্দী জানতেন না একদিন এই পরিহাস দেখা দেবে কর্কশ বাস্তব হয়ে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্মৃতির খেলাপে গুলিয়ে যায় বর্তমান ও অতীতের অবস্থান৷ ভুলে যান তাঁর কাছের জনদের মধ্যে কারও কারও নাম এবং পরিচয়ও৷ স্মৃতির কুয়াশা ভেদ করে বাকিরা ঘুরে ফিরে এলেও কিছুতেই তিনি খুঁজে পান না তাঁর স্বামীকে৷ পাশে হাত ধরে থাকা স্বামী বিশ্বনাথকে অনুরোধ করেন তাঁর স্বামীকে খুঁজে এনে দিতে৷ বৃদ্ধ বিশ্বনাথ প্রাণপাত চেষ্টা করে যান স্ত্রীর স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে৷ তাঁর পাশে দাঁড়ান সন্তানরা৷ শেষ অবধি কি আরতি চিনতে পারবেন তাঁর স্বামী বিশ্বনাথকে? সেই প্রশ্নের উত্তরের সন্ধানেই এগিয়েছে ‘বেলাশুরু’৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bela Shuru: ‘এই বেলা শেষ হওয়ার নয়’...সৌমিত্র ও স্বাতীলেখাকে সম্মান জানিয়ে আমুলের শ্রদ্ধার্ঘ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল