Bela Shuru: ‘যদি তোমাকে চিনতে না পারি...’, পবিত্রচিত্ত নন্দী জানতেন না একদিন এই পরিহাস দেখা দেবে কর্কশ বাস্তব হয়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Bela Shuru:পবিত্রচিত্তবাবুর সঙ্গে সাক্ষাতের একটি ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন পরিচালক প্রযোজক শিবপ্রসাদ৷
কলকাতা : ‘এত ছবি তোলো কেন?’ জিজ্ঞাসা করতেন গিন্নি৷ কর্তা মজা করে উত্তর দিতেন ‘যদি তোমাকে চিনতে না পারি, ভুলে টুলে যাই...’৷ দমদমের পবিত্রচিত্ত নন্দী জানতেন না, একদিন এই পরিহাস দেখা দেবে কর্কশ বাস্তব হয়ে৷ জীবনের উপান্তে এসে দেখা গেল সত্যি চেনা যাচ্ছে না৷ তিনি নন৷ তাঁকেই চিনতে পারেতন না তাঁর স্ত্রী গীতা নন্দী৷ দমদমের এই নন্দী দম্পতিকে নিয়েই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় করেছেন তাঁদের ‘বেলাশুরু’৷ পবিত্রচিত্তবাবুর সঙ্গে সাক্ষাতের একটি ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন পরিচালক প্রযোজক শিবপ্রসাদ৷
সেখানে পবিত্রচিত্ত বলছেন তাঁর বরাবরই ছবি তোলার শখ৷ দেশে বিদেশে বহু ঘুরেছেন তিনি ও তাঁর স্ত্রী৷ পুরীতেই গিয়েছেন ২১ বার৷ সেই সব ছবি থেকে প্রায় ২০০ টি ছবি নিয়ে বাড়ির নীচের একতলার ঘরে সাজিয়ে রেখেছিলেন তিনি৷ গীতাদেবীকে দেখাতেন, বিশেষ বিশেষ মুহূর্তের ছবি বেশি করে দেখাতেন, যাতে বিরল রোগাক্রান্ত স্ত্রী তাঁকে চিনতে পারেন৷ তাঁদের এই সংগ্রাম চিকিৎসকদের কাছে হয়ে উঠেছিল কেস স্টাডি৷ সংবাদপত্রে নন্দী দম্পতির কথা পড়ে ছবি করার কথা মাথায় আসে শিবপ্রসাদ ও নন্দিতার৷ তাঁদেরই ‘বেলাশুরু’-র অনুপ্রেরণা বলেছেন তাঁরা৷
advertisement
advertisement
আরও পড়ুন : অনীকের শ্রদ্ধার্ঘ্য নামেও ‘অপরাজিত’, কাজেও অপরাজিত! জিতুর অভিনয় অতুলনীয়
২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বেলাশেষে’৷ তার সাত বছর পর পর্দায় ছবির দ্বিতীয় অংশ৷ মুক্তি পাবে ২০ মে৷ ইতিমধ্যেই ভাইরাল ছবির ‘টাপাটিনি’ গান৷ সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তর জুটির শেষ ছবি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে৷ পবিত্রচিত্ত ও গীতার চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছেন সৌমিত্র এবং স্বাতীলেখা৷ ‘গোত্র’ মুক্তির আড়াই বছর পর চিরকালীন এই জুটির ছবিই দর্শকদের উপহার দিলেন শিবপ্রসাদ ও নন্দিতা৷ শুধু রয়ে গেল একটি আক্ষেপ৷ যাঁরা অনুপ্রেরণা, তাঁরাই পর্দায় দেখতে পেলেন না তাঁদের জীবনের গল্প৷ অতিমারি পর্বে তাঁরা চলে গিয়েছেন না ফেরার দেশে৷ তাঁদের মতোই জীবনের মঞ্চ থেকে বিদায় নিয়েছেন পর্দার জুটিও৷ এই দুই জুটির আসন শূন্যই রয়ে যাবে প্রেক্ষাগৃহের প্রতি শো-এ৷
Location :
First Published :
May 19, 2022 10:44 PM IST