TRENDING:

Saif-Amrita: নায়িকাদের সঙ্গে অভিনয় করা নিয়ে অশান্তি, সইফের মাথায় ফ্রাইয়িং প্যান ভাঙেন অমৃতা?

Last Updated:

Saif-Amrita: অমৃতা আরও জানান, তিনি নিজের মধ্যে থাকতে পছন্দ করেন। যার জন্য কেউ তাঁর সঙ্গে কথা বলার আগে দু'বার ভাবে। বরং সইফের সঙ্গে বিয়ে হওয়ার পরেই নাকি অনেক শান্ত এবং নমনীয় হয়েছেন অমৃতা। নিজেকে 'বহেনজী' বলেও আখ্যা দেন অভিনেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ১৯৯১ থেকে ২০০৪ সাল। ১৩ বছরের দাম্পত্য সুখকর ছিল না সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের। তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে তাঁদের কন্যা সারা আলি খান এখন বলেন, "খুব ভাল সিদ্ধান্ত নিয়েছিলেন মা বাবা। কারণ তাঁরা একসঙ্গে সুখী ছিলেন না।" সারা আর তাঁর ভাই ইব্রাহিম আলি খান মায়ের সঙ্গেই থাকেন। বাবার সঙ্গে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করেন।
advertisement

সইফ এবং অমৃতার দাম্পত্যকলহের কিছু উদাহরণ নিজেই দিয়েছিলেন অভিনেত্রী। তৎকালীন দম্পতি এক বার অভিনেত্রী সিমি গরেওয়ালের চ্যাট শো-তে অতিথি হিসেনে উপস্থিত হয়েছিলেন। সেখানে অমৃতাকে প্রশ্ন করা হয়, সইফ অন্যান্য নায়িকাদের সঙ্গে অভিনয় করতেন বলে কি নিরাপত্তাহীনতায় ভোগেন অমৃতা? অকপটে জবাব দেন সইফের প্রাক্তন স্ত্রী, "যদি বলি না, তা হলে মিথ্যে বলা হবে। মহিলারা যে ভাবে নিরাপত্তাহীনতায় ভোগে, আমিও ভুগি। এমনকি সে নিয়ে আমাদের মধ্যে অশান্তিও হয়। আমি চিৎকার করি, কান্নাকাটি করি। কখনও কখনও মনে হয়, সইফের মাথায় ফ্রাইয়িং প্যান ভাঙি।" সইফ তৎক্ষণাৎ বলেন, "আমার মাথা ফাটিয়েছে ও।" এ কথা স্পষ্ট নয়, সইফ তখন রসিকতা করেছিলেন কিনা।

advertisement

আরও পড়ুন: নওয়াজউদ্দিনকে নিজের বাড়িতে ঢুকতে দিতেন না বলি তারকার বাবা!

অমৃতা আরও জানান, তিনি নিজের মধ্যে থাকতে পছন্দ করেন। যার জন্য কেউ তাঁর সঙ্গে কথা বলার আগে দু'বার ভাবে। বরং সইফের সঙ্গে বিয়ে হওয়ার পরেই নাকি অনেক শান্ত এবং নমনীয় হয়েছেন অমৃতা। নিজেকে 'বহেনজী' বলেও আখ্যা দেন অভিনেত্রী।

advertisement

আরও পড়ুন: অনেক সুযোগ দিয়েছি, ডিভোর্স চাই: চারু।। প্রথম বিয়ের কথা লুকিয়েছে আমার থেকে: রাজীব

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

অত্যন্ত তিক্ততার সঙ্গে দু'জনের বিভছেদ হয়। প্রকাশ্যে বিবাদও ঘটে তাঁদের। তার পরেই বেশ কয়েক বছর প্রেম করে ২০১২ সালে করিনা কপূরযে বিয়ে করেন সইফ। এখন তাঁদের দু'টি পুত্রসন্তান হয়েছে। তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif-Amrita: নায়িকাদের সঙ্গে অভিনয় করা নিয়ে অশান্তি, সইফের মাথায় ফ্রাইয়িং প্যান ভাঙেন অমৃতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল