সইফ এবং অমৃতার দাম্পত্যকলহের কিছু উদাহরণ নিজেই দিয়েছিলেন অভিনেত্রী। তৎকালীন দম্পতি এক বার অভিনেত্রী সিমি গরেওয়ালের চ্যাট শো-তে অতিথি হিসেনে উপস্থিত হয়েছিলেন। সেখানে অমৃতাকে প্রশ্ন করা হয়, সইফ অন্যান্য নায়িকাদের সঙ্গে অভিনয় করতেন বলে কি নিরাপত্তাহীনতায় ভোগেন অমৃতা? অকপটে জবাব দেন সইফের প্রাক্তন স্ত্রী, "যদি বলি না, তা হলে মিথ্যে বলা হবে। মহিলারা যে ভাবে নিরাপত্তাহীনতায় ভোগে, আমিও ভুগি। এমনকি সে নিয়ে আমাদের মধ্যে অশান্তিও হয়। আমি চিৎকার করি, কান্নাকাটি করি। কখনও কখনও মনে হয়, সইফের মাথায় ফ্রাইয়িং প্যান ভাঙি।" সইফ তৎক্ষণাৎ বলেন, "আমার মাথা ফাটিয়েছে ও।" এ কথা স্পষ্ট নয়, সইফ তখন রসিকতা করেছিলেন কিনা।
advertisement
আরও পড়ুন: নওয়াজউদ্দিনকে নিজের বাড়িতে ঢুকতে দিতেন না বলি তারকার বাবা!
অমৃতা আরও জানান, তিনি নিজের মধ্যে থাকতে পছন্দ করেন। যার জন্য কেউ তাঁর সঙ্গে কথা বলার আগে দু'বার ভাবে। বরং সইফের সঙ্গে বিয়ে হওয়ার পরেই নাকি অনেক শান্ত এবং নমনীয় হয়েছেন অমৃতা। নিজেকে 'বহেনজী' বলেও আখ্যা দেন অভিনেত্রী।
আরও পড়ুন: অনেক সুযোগ দিয়েছি, ডিভোর্স চাই: চারু।। প্রথম বিয়ের কথা লুকিয়েছে আমার থেকে: রাজীব
অত্যন্ত তিক্ততার সঙ্গে দু'জনের বিভছেদ হয়। প্রকাশ্যে বিবাদও ঘটে তাঁদের। তার পরেই বেশ কয়েক বছর প্রেম করে ২০১২ সালে করিনা কপূরযে বিয়ে করেন সইফ। এখন তাঁদের দু'টি পুত্রসন্তান হয়েছে। তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খান।