TRENDING:

Jeetu Viral Photo: 'জামাই সেজে আবার কোন শ্বশুরবাড়ি যাচ্ছ?', ধুতি-পাঞ্জাবি লুকে জিতুকে চরম কটাক্ষ, ছবি ভাইরাল

Last Updated:

Jeetu Viral Photo: সাদা রঙের পাঞ্জাবি ও কালো রঙের ধুতি পরে বরের বেশে ধরা দিয়েছেন জিতু৷ সেই ছবি নিয়ে জলঘোলা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রতিনিয়তই যেন খবরের শিরোনামে রয়েছেন জিতু কমল৷ বর্তমানে ছোট পর্দাযর গন্ডি পেরিয়ে বড়পর্দাযর জনপ্রিয় মুখ এই অভিনেতা৷ হাতেও রয়েছে একগুচ্ছ কাজ৷ একের পর এক ছবি নিয়ে তিনি এখন বেজায় ব্যস্ত৷ তবে হাজারো ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিনেতা৷ ভক্তদের ধরে রাখতে নিয়মিত আপডেট থাকেন তিনি৷
advertisement

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেতা৷ তা নিয়ে শুরু হয়েছে বিরাট চর্চা৷ সাদা রঙের পাঞ্জাবি ও কালো রঙের ধুতি পরে বরের বেশে ধরা দিয়েছেন জিতু৷ সেই ছবি নিয়ে জলঘোলা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷

নবনীতার সঙ্গেবিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে তাঁর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ গত কয়েক মাস ধরেই আলাদাও থাকছেন তাঁরা৷ এই সময়ে দু’জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিও পোস্ট করে চলেছেন যা নিমেষে ভাইরাল হচ্ছে৷

advertisement

আরও পড়ুন-‘জেলের বাথরুম পরিষ্কার করতেন সলমন’, শিউরে উঠা কাহিনি ফাঁস করলেন ভাইজান

আরও পড়ুন-চোখে বাঁধা ব্যান্ডেজ, হাসপাতালে নুসরত! আচমকা কী হল নায়িকার? নেবেন কাজ থেকে বিরতি

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

এবারও নিজের ফোটোশ্যুট ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা৷ ধুতি-পাঞ্জাবির সঙ্গে কালো মোটা ফ্রেমের চশমা পরে নজর কেড়েছেন অভিনেতা৷ তাঁর এই ছবি দেখে অনেকেই ভেবে ফেলেছেন তিনি মনে হয় আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন৷ তবে মোটেই তেমন কিছু নয়৷ নিজের ফোটোশ্যুটের ছবিই শেয়ার করেছেন জিতু৷ নেটিজেনরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে৷ একজন কটাক্ষ করে লিখেছেন,জামাই সেজে আবার কোন শ্বশুরবাড়ি যাচ্ছ? কেউ আবার জিতুর পোশাকের প্রশংসা করেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu Viral Photo: 'জামাই সেজে আবার কোন শ্বশুরবাড়ি যাচ্ছ?', ধুতি-পাঞ্জাবি লুকে জিতুকে চরম কটাক্ষ, ছবি ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল