Salman Khan: 'জেলের বাথরুম পরিষ্কার করতেন সলমন', শিউরে উঠা কাহিনি ফাঁস করলেন ভাইজান

Last Updated:
Salman Khan: সলমন প্রকাশ্যেই বলেন, তিনি যখন জেলে ছিলেন তখন জেলের বাথরুমও পরিষ্কার করেছেন।
1/7
 বলিউড অভিনেতা সলমন খান জানেন কিভাবে শিরোনামে থাকতে হয় এবংসম্প্রতি তা ফের প্রমাণ করে দিলেন৷ অভিনেতা প্রায়শই তার অতীত সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ করেন যা নিমেষে ভাইরাল হয় নেটদুনিয়ায়।
বলিউড অভিনেতা সলমন খান জানেন কিভাবে শিরোনামে থাকতে হয় এবংসম্প্রতি তা ফের প্রমাণ করে দিলেন৷ অভিনেতা প্রায়শই তার অতীত সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ করেন যা নিমেষে ভাইরাল হয় নেটদুনিয়ায়।
advertisement
2/7
 গতকাল অর্থাৎ সোমবারও  সলমন যখন বিগ বস ওটিটি ২ গ্র্যান্ড ফিনালে হোস্ট করছিলেন তখনও তিনি তার অতীত সম্পর্কে মুখ খুলে সকলকে চমকে দিয়েছিলেন৷ যা শুনে উপস্থিত সকলেই হতবাক হয়ে গিয়েছিল৷
গতকাল অর্থাৎ সোমবারও সলমন যখন বিগ বস ওটিটি ২ গ্র্যান্ড ফিনালে হোস্ট করছিলেন তখনও তিনি তার অতীত সম্পর্কে মুখ খুলে সকলকে চমকে দিয়েছিলেন৷ যা শুনে উপস্থিত সকলেই হতবাক হয়ে গিয়েছিল৷
advertisement
3/7
 সলমন প্রকাশ্যেই বলেন, তিনি যখন জেলে ছিলেন তখন জেলের বাথরুমও পরিষ্কার করেছেন। ঝড়ের গতিতে ভাইজানের এই বিবৃতিটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
সলমন প্রকাশ্যেই বলেন, তিনি যখন জেলে ছিলেন তখন জেলের বাথরুমও পরিষ্কার করেছেন। ঝড়ের গতিতে ভাইজানের এই বিবৃতিটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
advertisement
4/7
বিগ বস ওটিটি ২-এর গ্র্যান্ড ফিনালে চলাকালীন, সালমান খানকে প্রতিযোগী পূজা ভাটের প্রশংসা করতে দেখা যায় এবং তখনই তিনি বলেন বিগ বস ঘরের বাথরুমটি বিগ বস ওটিটি ২-এর মতো এত পরিষ্কার কখনওদেখা যায়নি। এতটা পরিস্কার রাখার জন্যই পূজার প্রশংসা করেন সলমন৷
বিগ বস ওটিটি ২-এর গ্র্যান্ড ফিনালে চলাকালীন, সালমান খানকে প্রতিযোগী পূজা ভাটের প্রশংসা করতে দেখা যায় এবং তখনই তিনি বলেন বিগ বস ঘরের বাথরুমটি বিগ বস ওটিটি ২-এর মতো এত পরিষ্কার কখনওদেখা যায়নি। এতটা পরিস্কার রাখার জন্যই পূজার প্রশংসা করেন সলমন৷
advertisement
5/7
 সলমন নিজের অতীত স্মরণ করে বলেন, আমি বাথরুম পরিষ্কার করেছি, যখন আমি বোর্ডিং স্কুলে থাকতাম। আমি আমার নিজের কাজ করতে অভ্যস্ত ছিলাম ছোট থেকেই এমনকি জেলেও। কোনও কাজই ছোট বা বড় নয় বলে জানান তিনি। এমনকি নিজের এই সাফল্যের জন্য তার মা ও বোনদের কৃতিত্ব দিয়েছেন।
সলমন নিজের অতীত স্মরণ করে বলেন, আমি বাথরুম পরিষ্কার করেছি, যখন আমি বোর্ডিং স্কুলে থাকতাম। আমি আমার নিজের কাজ করতে অভ্যস্ত ছিলাম ছোট থেকেই এমনকি জেলেও। কোনও কাজই ছোট বা বড় নয় বলে জানান তিনি। এমনকি নিজের এই সাফল্যের জন্য তার মা ও বোনদের কৃতিত্ব দিয়েছেন।
advertisement
6/7
 বিগ বস ওটিটি ২-র বিজয়ীর ট্রফি জিতে নিয়েছেন এলভিশ যাদব৷ ২৫ লক্ষ টাকা নগদ পুরস্কার পেয়েছেন তিনি। এলভিশ একজন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে শোতে প্রবেশ করেছিলেন এবং তিনিই প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী যিনি ট্রফি জিতে নিয়েছেন।
বিগ বস ওটিটি ২-র বিজয়ীর ট্রফি জিতে নিয়েছেন এলভিশ যাদব৷ ২৫ লক্ষ টাকা নগদ পুরস্কার পেয়েছেন তিনি। এলভিশ একজন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে শোতে প্রবেশ করেছিলেন এবং তিনিই প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী যিনি ট্রফি জিতে নিয়েছেন।
advertisement
7/7
 ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে  সলমন খানের  টাইগার ৩ ছবিটি  ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা। বহু প্রতীক্ষিত  ছবি নিয়ে দর্শকদের উত্তেজনাও তুঙ্গে৷
ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে সলমন খানের টাইগার ৩ ছবিটি ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা। বহু প্রতীক্ষিত ছবি নিয়ে দর্শকদের উত্তেজনাও তুঙ্গে৷
advertisement
advertisement
advertisement