Nusraat Hospitalized: চোখে বাঁধা ব্যান্ডেজ, হাসপাতালে নুসরত! আচমকা কী হল নায়িকার? নেবেন কাজ থেকে বিরতি

Last Updated:

Nusraat Hospitalized: চোখে বাঁধা ব্যান্ডেজ, আচমকাই ভর্তি হতে হল হাসপাতালে৷ সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট ভক্তদের উদ্বেগ বাড়িয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া৷

চোখে বাঁধা ব্যান্ডেজ, আচমকাই ভর্তি হতে হল হাসপাতালে৷ সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট ভক্তদের উদ্বেগ বাড়িয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া৷ ওপার বাংলার গন্ডি পেরিয়ে এপার বাংলাতে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন অভিনেত্রী৷ টলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন বাংলাদেশের সুন্দরী৷ দুই বাংলার অতি পরিচিত নায়িকার এই অবস্থা দেখে রীতিমতো উদ্বেগ বাড়ছে ভক্তদের৷ হঠাৎ কী হল নায়িকার? তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নুসরত৷ যেখানে দেখা যাচ্ছে, চোখে বাঁধা ব্যান্ডেজ৷ ক্যাপশনে লেখা রয়েছে- বিরতি নিচ্ছি, যতদিন না সুস্থ হব৷ নীল রঙের টি-শার্ট পরে দেখা গিয়েছে অভিনেত্রীকে৷ ভক্তরা সকলেই অভিনেত্রীর পোস্টে আরোগ্য কামনা করেছেন৷ তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফেরেন,তার জন্য কামনা করেছেন৷
advertisement
advertisement
বাংলাদেশের সংবাদমাধ্যমকে নুসরতের মা জানিয়েছেন, অনেকদিন ধরেই নুসরতের বাঁ চোখে সমস্যা হচ্ছিল৷ রবিবার সন্ধ্যায় ঢাকার বনানীর এক হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে৷ তবে খুব বেশি চিন্তার কিছু নেই৷ অপারেশন পর ঘন্টাখানেকের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে৷ এখন পুরোপুরি সুস্থ রয়েছেন নায়িকা৷ তবে চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক সময় লাগবে৷ তারপরই শ্যুটিংয়ে ফিরবেন নায়িকা৷ অভিনেত্রী নিজেও ভক্তদের সঙ্গে নিজের অসুস্থতার খবর শেয়ার করে নিয়েছেন৷ উল্লেখ্য, রাজ চক্রবর্তীর আবার প্রলয় সিরিজে ‘খেলা হবে…মেনকা’ গানে কোমরের ঠুমকায় ভক্তদের পাগল করে দিয়েছেন নায়িকা৷ ছবির প্রচারেও কলকাতায় হাজির হননি নায়িকা৷ ‘বিবাহ অভিযান ২’-তেও দেখা যাবে নুসরত ফারিয়াকে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusraat Hospitalized: চোখে বাঁধা ব্যান্ডেজ, হাসপাতালে নুসরত! আচমকা কী হল নায়িকার? নেবেন কাজ থেকে বিরতি
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement