অতিথি তালিকায় নাম রয়েছে করণ জোহর এবং অয়ন মুখার্জির। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান হবে। গায়ে হলুদের অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পরই বসবে বিয়ের আসর। মেহেন্দি অনুষ্ঠান ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন- ফের বদলাল রণবীর কাপুর আলিয়া ভাটের বিয়ের তারিখ! এতবার বদল নিয়ে ধন্দে অনুরাগীরা
advertisement
“অত্যন্ত ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ বিবাহ অনুষ্ঠান হবে এটি। বিয়ের অনুষ্ঠানের জন্য মাত্র ৪৫-৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে যার মধ্যে দম্পতির পরিবারের সদস্য এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহর এবং পরিচালক অয়ন মুখার্জির মতো ঘনিষ্ঠ বন্ধুরা রয়েছেন,” জানায় প্রতিবেদনের সূত্রটি। ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, বিয়ের সময় অতিথিরা কেউ ফোন ব্যবহার করতে পারবেন না।
রণবীর কাপুরের বরযাত্রী:
একাধিক সূত্রের খবর, বিয়ে হবে বান্দ্রায় রণবীরের বাড়ি বাস্তুতেই। বরযাত্রীদের একটি ছোটো দল বেলা ২ টো বা ৩ টে নাগাদ বিয়ের স্থানের দিকে রওনা দেবে।
আলিয়া ভাটের বিয়ের লেহেঙ্গা:
সূত্রের খবর আলিয়া তাঁর বিয়েতে সব্যসাচীর নকশা করা লেহেঙ্গাই পরবেন তবে বিয়ের পোশাকে নাকি মনীশ মালহোত্রারও ভূমিকা থাকবে। আলিয়া বিয়ের জন্য একটি গোলাপী লেহেঙ্গা বেছে নিয়েছেন। মাথার ওড়নাটি ডিজাইন করছেন মনীশ।
আরও পড়ুন- ঋষি কাপুর, নীতু সিংয়ের বিয়েকেই অনুসরণ, গুরুদ্বারে লঙ্গর খাওয়াবেন রণবীর আলিয়া
কৃষ্ণা রাজ কাপুরের বাংলো সাজানো হয়েছে:
রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুরের বাড়ি আলোয় সাজানো হয়েছে। বাড়ির একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ারও করা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে বিয়ের উত্সব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েই গিয়েছে।