সম্প্রতি এক সংবাদমাধ্যমে তারকা দম্পতির ঘনিষ্ঠ ব্যক্তি জানালেন, সদ্যোজাত নাকি খুবই শান্ত। অনেক বাচ্চা তো রাতে জেগে থাকে, কান্নাকাটি করে। কিন্তু রাহা কাপুর নাকি একেবারে ঠিক সময়ে ঘুমিয়ে পড়ে। মা আলিয়াকে মেয়ের জন্য সারারাত জেগে থাকতে হয় না। কোনও কিছু নিয়েই বায়না নেই ঋষি কাপুরের নাতনির।
আরও পড়ুন: তিন মাস অন্তঃসত্ত্বা হওয়ার খবর চেপে গিয়েছিলেন আলিয়া! বমি ভাব, ক্লান্তি নিয়েই কাজ
advertisement
কিন্তু বাবা-মা তাঁদের কন্যাকে নিয়ে মাঝে মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন। যদিও তা নিখাদ মস্করাই বটে। রাহা কার মতো দেখতে হয়েছে, মা নাকি বাবা, এই নিয়ে খুনসুটি চলে দম্পতির মধ্যে। রণবীর নাকি প্রমাণ করার চেষ্টা করেন যে রাহা কাপুর বংশের বৈশিষ্ট্য পেয়েছে।
আরও পড়ুন: সন্তানের জন্ম দিলে যদি কেরিয়ার শেষ হয়ে যায়, কখনও আফসোস করব না : অকপট আলিয়া
দিন কয়েক আগে একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথম ১২ সপ্তাহ তিনি কাউকে এ বিষয়ে কিছু জানাননি। কারণ তাঁকে পরিবারের তরফে বলা হয়েছিল যে, এই সময়টা অতিক্রান্ত না হওয়া পর্যন্ত এই কথা প্রকাশ করা যাবে না। একইসঙ্গে নিজের শরীরের দিকে খেয়াল রাখছিলেন, এবং যেই শ্যুটিংগুলি শুরু করেছিলেন, তা শেষ করছিলেন।
আলিয়ার কথায়, ''আমার সন্তান এবং শরীর সেই সময়ে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছিল আমার কাছে। স্থির করেছিলাম, যদি শরীর অনুমতি দেয়, তবেই কাজ করব আমি। প্রথম কয়েক সপ্তাহ সত্যিই খুব কঠিন ছিল। প্রবল ক্লান্তি এবং বমি ভাব ছিল। কিন্তু সেই সময়ে কাউকে কিছু বলাও যাচ্ছিল না। কারণ প্রথম ১২ সপ্তাহ কাউকে তো কিছু বলা যায় না। সবাই সেটাই বলেছিল আমায়। আমি কাউকে কিছু বলিনি, কেবল নিজের শরীরের কথা শুনছিলাম।''