TRENDING:

যৌনশিক্ষা দেবেন অক্ষয় কুমার! আগামী এপ্রিল-মে মাসেই আসছে অভিনেতার নয়া প্রজেক্ট

Last Updated:

Akshay Kumar : এটি আমার তৈরি সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি : অক্ষয় কুমার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: যৌন শিক্ষা নিয়ে কাজ করবেন অক্ষয় কুমার। তাঁর পরবর্তী সিনেমার বিষয় এটিই। অভিনেতা খবরটি শেয়ার করেছেন যে তিনি যৌন শিক্ষা নিয়ে একটি সিনেমা তৈরি করছেন এবং বর্তমানে এতেই কাজ করছেন। অক্ষয় শনিবার জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একটি কথোপকথনে জানিয়েছেন সেই কথা। তিনি ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
advertisement

জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন। শাহরুখ খান, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, সাইফ আলি খান, কারিনা কাপুর খান ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আগামী সপ্তাহগুলিতে রণবীর কাপুর এবং হৃতিক রোশনও অংশগ্রহণ করবেন কথোপকথনে।

আরও পড়ুন : দেনায় ডুবে ছিলেন বাবা! কষ্টের ছেলেবেলার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অমির খান

advertisement

আরও পড়ুন : 'পহেলি' প্রেম এবার সাত পাকে বাঁধা পড়ল, বাম 'হার্টথ্রব' শতরূপের বিয়ের খবর দিলেন ঊষসী

সেখানে কথা বলতে গিয়েই অক্ষয় জানান, "এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক জায়গায় এই বিষয়ে সচেতনতা নেই। আমাদের স্কুলে আমরা সব ধরনের বিষয় শিখি, তবে যৌন শিক্ষা নয়। একটি বিষয়টা আমি চাই বিশ্বের সব স্কুলে থাকুক। এটি প্রকাশ করতে সময় লাগবে, এটি এপ্রিল বা মে মাসে হলে আসতে চলেছে।"তিনি আরও বলেন, "এটি আমার তৈরি সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, সম্প্রতি আয়ুষ্মান খুরানা-অভিনীত অ্যান অ্যাকশন হিরো-তে একটি ক্যামিওতে দেখা গেছে অক্ষয় কুমারকে। এখন তাঁর টাইমলাইনে রয়েছে সেলফি, ওএমজি 2, ওহ মাই গড 2, তামিল চলচ্চিত্র সোরারাই পোত্রু-এর হিন্দি রিমেক এবং যশবন্ত সিং গিল।

বাংলা খবর/ খবর/বিনোদন/
যৌনশিক্ষা দেবেন অক্ষয় কুমার! আগামী এপ্রিল-মে মাসেই আসছে অভিনেতার নয়া প্রজেক্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল