বৃহস্পতিবার ট্যুইটারে গত ৪ মে-র সেই ভিডিও দেখে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় লিখেছেন, ‘মণিপুরে ভিডিও দেখে শিহরিত, বিরক্ত। আশা করি, মহিলাদের উপর যারা অত্যাচার করেছে সেই অপরাধীরা এমন কঠিন শাস্তি পাক, যে ভবিষ্যতে আর কেউ কখনও এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়।’ অক্ষয়ের মতোই এদিন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন অন্য অভিনেতা-অভিনেত্রীরাও।
advertisement
আরও পড়ুন: গ্রেফতার মূল অভিযুক্ত, মণিপুরের বিবস্ত্র মহিলাদের ভাইরাল ভিডিও সরাতে ট্যুইটারকে নির্দেশ কেন্দ্রের
৭৮ দিন পর মণিপুর ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বৃহস্পতিবার মোদি বলেছেন, ‘মণিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের জন্য লজ্জাজনক।’ প্রধানমন্ত্রীর আশ্বাস, ‘কোনও অপরাধীকে ছাড় নয়। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা ক্ষমার অযোগ্য।’ দুই জনজাতি মহিলাকে যৌন হেনস্থা প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘এই ঘটনায় গোটা দেশের মাথা নত হচ্ছে।’
আরও পড়ুন: মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে তা ক্ষমাহীন, কাউকে রেয়াত নয়: প্রধানমন্ত্রী মোদি
ভাইরাল ভিডিও নিয়েও বড় নির্দেশ জারি করেছে কেন্দ্র। ট্যুইটার এবং সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে এই ভিডিও শেয়ার না করার নির্দেশ জারি করেছে সরকার। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, নির্দেশে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির ভারতীয় আইন মেনে চলা উচিত, কারণ মণিপুরের ঘটনাটি তদন্ত সাপেক্ষ।