অজয়কে এদিন পাওয়া গেল একেবারে 'রাফ অ্যান্ড টাফ' লুকে। টাবু এসেছিলেন শাড়ি পরে। অজয় দেবগণ এবং টাবু কেবল ছোটবেলার বন্ধুই নন, একসঙ্গে কাজ করছেন কেরিয়ারের শুরু থেকে। 'দৃশ্যম'-এও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এবার অপেক্ষা 'ভোলা'র। ছবিটি নিয়ে আশাবাদী অজয় এবং টাবু দু'জনই।
advertisement
প্রথমবারের মতো, একটি IMAX 3D বিন্যাসে হিন্দি ছবির ট্রেলার লঞ্চ করা হল এবং সারা দেশ জুড়ে ভক্তদের কৌতূহল বেড়েই চলেছে।
আরও পড়ুন: ‘পাঠান’ মুক্তি না পেলে তালাবন্ধ হয়ে যাবে প্রেক্ষাগৃহগুলি! বিক্ষোভ শুরু বাংলাদেশে
আরও পড়ুন: টাকা দিলেই মুখ বন্ধ আলিয়ার, সন্তানদের বন্দি করে রেখেছে ৪৫দিন ধরে! বিস্ফোরক নওয়াজ
ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগন, টাবু, বিনীত কুমার, গজরাজ রাও, সঞ্জয় মিশ্র, দীপক ডোবরিয়াল এবং অমলা পল। অ্যাকশন সিকোয়েন্সের পাশাপাশি টিজারে প্রদর্শিত ছবিটির মানসিক বিষয় ইতিমধ্যেই একটি বিশাল আলোচনার বিষয়ে পরিণত হয়েছে এবং এখন ট্রেলারটি জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত।
‘ভোলা' একজন নির্ভীক বাবার গল্প যিনি তার কন্যার কাছে পৌঁছানোর জন্য সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেন। মাদক সম্রাট, দুর্নীতিবাজ বাহিনী এবং একাধিক বিপত্তি ‘ভোলা'র জন্য যেন কোনও বাধাই নয়। তিনি বাইরে থেকে একজন যোদ্ধা এবং ভিতরে একজন রক্ষক। 'ভোলা' প্রেক্ষাগৃহে আসছে আগামী ৩০ মার্চ।
