হোম /খবর /বিনোদন /
‘পাঠান’ মুক্তি না পেলে তালাবন্ধ হয়ে যাবে প্রেক্ষাগৃহগুলি! বিক্ষোভ শুরু বাংলাদেশে

Pathaan in Bangladesh: ‘পাঠান’ মুক্তি না পেলে তালাবন্ধ হয়ে যাবে প্রেক্ষাগৃহগুলি! বিক্ষোভ শুরু বাংলাদেশে

'পাঠান'

'পাঠান'

Pathaan in Bangladesh: সে দেশের একাধিক হল মালিক বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের দাবি, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন এব্রাহাম অভিনীত এই ছবি সেখানে মুক্তি না পেলে প্রেক্ষাগৃহে তালা বন্ধ করে দেবেন।

  • Share this:

ঢাকা: এবার ‘পাঠান’ বিতর্ক কাঁটাতার পেরিয়ে। বিতর্কের কারণ এবার আলাদা। চলচ্চিত্র ব্যবসায়ীদের বিক্ষোভ শুরু হয়েছে বাংলাদেশে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি ভারত ছাড়াও গোটা পৃথিবীতে অকল্পনীয় ব্যবসা করেছে। প্রেক্ষাগৃহে ভিড় করেছেন শাহরুখ খানের ভক্তরা। লক্ষ্মীলাভ হয়েছে প্রযোজনা সংস্থা থেকে শুরু করে হল মালিকদের। তাতে খুশি প্রত্যেকেই। কিন্তু যে দেশে যশরাজ ফিল্মস প্রযোজিত ছবি মুক্তি পায়নি, সেখানে শুরু হয়েছে অশান্তি।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সে দেশের একাধিক হল মালিক বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের দাবি, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন এব্রাহাম অভিনীত এই ছবি সেখানে মুক্তি না পেলে প্রেক্ষাগৃহে তালা বন্ধ করে দেবেন। কারণ তাঁরাও ‘পাঠান’ ছবি প্রদর্শিত করে লাভ করতে চান।

আরও পড়ুন: নতুন দৌড় শুরু 'পাঠান'-এর! বাংলাদেশে মুক্তি পেতে চলেছে শাহরুখের ছবি

আরও পড়ুন: সব রেকর্ড চুরমার, ১০০০ কোটির গণ্ডি পেরোল 'পাঠান', শাহরুখ প্রমাণ করলেন 'এভাবেও ফিরে আসা যায়'

মাঝে শোনা যাচ্ছিল ওপার বাংলায় হিন্দি ছবিটি মুক্তি পাবে। কিন্তু তার পর অনেক জল গড়িয়ে গিয়েছে। শনিবার দুপরে ঢাকার ইস্কাটনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। হল মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, উপমহাদেশের ছবি মুক্তি না পেলে আর হল চালানো সম্ভব হবে না তাঁদের পক্ষে। চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠনে লিখিত আবেদন করা হয়েছিল। তথ্য মন্ত্রণালয় থেকে আশার আলো পাওয়া গিয়েছে। কিন্তু লিখিত অনুমোদন মেলেনি বলে এখনও স্পষ্ট নয় পরিস্থিতি।

সম্মেলনে এক হলমালিক বলেন, ‘‘গত ১০ মাসে আমাদের হলে ৪০ টি সিনেমা মুক্তি পেয়েছে। মোট ৫৩ হাজার দর্শককে হলমুখী করা গিয়েছে। তার মধ্যে ‘হাওয়া’ ও ‘পরাণ’ দেখেছেন ৩৬ হাজার দর্শক। অন্য ছবিগুলির অবস্থা খুবই খারাপ। গতকাল একটা সরকারি অনুদানের ছবি মুক্তি পেয়েছে। সেটি মাত্র ১২ জন দর্শক দেখেছেন।’’ এর পর আর এবাবে হল চালানো যাবে না বলেই সরাসরি জানিয়ে দিয়েছেন প্রেক্ষাগৃহের মালিকেরা।

Published by:Teesta Barman
First published:

Tags: Bangladesh, Pathaan