'Pathaan' Box Office Collection: সব রেকর্ড চুরমার, ১০০০ কোটির গণ্ডি পেরোল 'পাঠান', শাহরুখ প্রমাণ করলেন 'এভাবেও ফিরে আসা যায়'
- Published by:Rukmini Mazumder
Last Updated:
সমস্ত রেকর্ড ভেঙেচুরে গোটা বিশ্বে 'পাঠান' ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যে! এটিই প্রথম কোনও হিন্দি ছবি যে মুক্তির প্রথম কিস্তিতেই ১০০০ কোটির গণ্ডি পার করে ফেলল
মুম্বই: শাহরুখ প্রমাণ করেছেন 'এভাবেও ফিরে আসা যায়'! ৪ বছরের বিরতির পর 'পাঠান দিয়ে কামব্যাক করে ইতিহাস লিখলেন বাদশা! রিলিজের পর থেকে এখন পর্যন্ত 'পাঠান'-এর জয়যাত্রা অব্যাহত! অব্যাহত 'পাঠান'-এর জয়জয়কার! সমস্ত রেকর্ড ভেঙেচুরে গোটা বিশ্বে 'পাঠান' ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যে! এটিই প্রথম কোনও হিন্দি ছবি যে মুক্তির প্রথম কিস্তিতেই ১০০০ কোটির গণ্ডি পার করে ফেলল। এরমধ্যে ভারতে এখনও পর্যন্ত ব্যবসা করেছে ৬২৩ কোটির, বিদেশে ৩৭৭ কোটির।
#Pathaan hits 1000 crores worldwide Book your tickets here: https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBj
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/CshkhHkZbd — Yash Raj Films (@yrf) February 21, 2023
advertisement
advertisement
ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে 'পাঠান'-এর আয় জানান। তিনি লেখেন, '' আজ, অর্থাৎ মুক্তির ২৮ তম দিন এবং চতুর্থ মঙ্গলবার 'পাঠান' ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে। হিন্দি ভাষায় এটিই প্রথম ছবি যা এই রেকর্ড ব্যবসা করল। এছাড়া দ্রুততম ৫০০ কোটির ব্যবসা করার নিরিখেও শীর্ষে 'পাঠান'। চতুর্থ সপ্তাহের শুক্রবার ২.২০ কোটি টাকা, শনিবার ৩.২৫ কোটি টাকা, রবিবার ৪.১৫ কোটি টাকা, সোমবার ১.২০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। মোট করলে দাঁড়ায় ৪৯৮.৯৫ কোটি টাকা।''
advertisement
২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পাঠান’। রবিবার পঞ্চম দিনে ছবিটি বিশ্ব জুড়ে ৫০০ কোটির বেশি ব্যবসা করে ফেলে। কোনও কোনও পরিসংখ্যানে দাবি, পঞ্চম দিনের শেষে ‘পাঠান’-এর আয় সাড়ে ৫০০ কোটি। ৫০ কোটির গণ্ডি পেরিয়ে এই ছবি রবিবার দেশে প্রায় ৭০ কোটি টাকার ব্যবসা করেছিল। দেশের বাইরে ‘পাঠান’ মোট ১০০টি দেশে মুক্তি পেয়েছে। বিদেশে ২৫০০টি পর্দায় এই ছবি দেখানো হচ্ছে। ভারতে এই ছবি মুক্তি পায় সাড়ে ৫ হাজার পর্দায়। শুধুমাত্র আমেরিকাতেই ৬৯৪টি সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পায়। উত্তর আমেরিকার বক্স অফিসে হিন্দি ছবি হিসাবে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় সর্বোচ্চ। ছবিটি মুক্তির দিন ১৮ লক্ষ ৬০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ১৫ কোটি টাকা) আয় করে আমেরিকায়। উত্তর আমেরিকার ৬৯৪টি সিনেমা হলে সাম্প্রতিক কালে মুক্তিপ্রাপ্ত যে কোনও ছবির তুলনায় ‘পাঠান’-এর গড় আয় সবচেয়ে বেশি ছিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 9:52 PM IST